কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা প্রচার চলছে, কৃষক আন্দোলন নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
কৃষি আইন নিয়ে ফুল বোঝানো হচ্ছে। কৃষাণ নিধি প্রকল্প নিয়ে ভুল বোঝানো হচ্ছে কৃষকদের। সরাসরি বিরোধীদের আক্রমণে বিঁধলেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল-বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছেন তিনি। সরাসরি মোদী অভিযোগ করেছেন কৃষি আইন নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। কৃষকদের ভুল পথে চালিত করা হচ্ছে। তাঁদের ভুল বোঝানো হচ্ছে। কংগ্রেসকে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি নিধি প্রদানের অনুষ্ঠানে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কথা বলেছেন প্রধানমন্ত্রী।

কৃষাণ নিধির কিস্তি প্রদান
বড় দিনে কৃষকদের কৃষাণ নিধির টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৯ কোটি কৃষককে ১৮,০০০ কোটি টাকার অনুদান দিল কেন্দ্রীয় সরকার। সরাসরি তাঁদের অ্যাকাইন্টে টাকা চলে গিয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোেটর আগে এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। বছরে তিন বার ২ হাজার টাকা করে কিস্তিতে অনুদান পাবেন দেশের সব প্রান্তের কৃষকরা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দেশের কৃষকদের আয় বাড়ানোর প্রতিশ্রুিত দিয়েছিলেন মোদী। সে লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা বলে জানিয়েছেন তিনি।

কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কথা
এদিন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথন করেন প্রধানমন্ত্রী মোদী। অরুণাচলের কৃষককে দিয়ে শুরু হয় বার্তালাপ। সেখান থেকে মধ্যপ্রদেশ হয়ে একেবারে তামিলনাড়ু পর্যন্ত কৃষকদের সঙ্গে কৃষি নিধি প্রকল্পের সুবিধা নিয়ে কথা বলেন তিনি। কৃষকদের কাছে এই প্রকল্পের সুফল জানতে চান মোদী। তাঁরা কিভাবে এই প্রকল্পের টাকা কাজে লাগাচ্ছেন তার বিস্তারিত তথ্য নেন। এমনকী কৃষি আইনের সুফল নিয়েও কৃষকদের কাছে জানতে চান মোদী।

কংগ্রেসকে আক্রমণ
কৃষি আইনের বিরোধীতায় কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভুল বোঝানোর কাজের সিংহভাগ জুড়ে রয়েছে কংগ্রেস। তাঁরাই কৃষকদের ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করছেন বলে অভিযোগ করেছেন মোদী। দিল্লির মানুষের অসুবিধা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গত ১ মাস ধরে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ করে চলেছেন কৃষকরা। তাঁরা নানা ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। টোল প্লাজা ফ্রি করে দেওয়ার কথা বলছেন। হরিয়ানা সীমানা তিনদিন টোল প্লাজা ফ্রি করে দেওয়ার কথা বলেছেন কৃষকরা।

ষড়যন্ত্র করছে বিরোধীরা
বিরোধীরা কৃিষ আইনের বিরোধিতা করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন কৃষি আইনকে হাতিয়ার করে কৃষকদের দিয়ে অদ্ভুত অদ্ভুত দাবি পেশ করানো হচ্ছে। আবারও কৃষকদের নিয়ে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে প্রধাীনমন্ত্রী সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও।
বাংলার কৃষকদের খোঁজ নিচ্ছেন না, পাঞ্জাবে গিয়ে কৃষকদের উস্কাচ্ছেন মমতা, আক্রমণ মোদীর