মেলবোর্ন: আশঙ্কা ছিলই৷ শেষ পর্যন্ত তা সত্যি হল৷ শাস্ত্রীয় বিধানে একটি টেস্ট ব্যর্থ হওয়ায় দলে ঠাঁই হল না বঙ্গসন্তানের৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দল থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা ও পৃথ্বী শ৷ শনিবারই এমসিজি-তে টেস্ট অভিষেক হচ্ছে দুই ভারতীয় শুভমন গিল ও মহম্মদ সিরাজের৷

শুক্রবারই বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্বে দেবেন অজিঙ্ক রাহানে৷ তবে এই টেস্টে জোড়া অভিষেক হচ্ছে ভারতীয় দলের৷ ডানহাতি ওপেনার শুভমন গিল ও ডানহাতি পেসার মহম্মদ সিরাজের৷

অ্যাডিলেড ওভালের দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী ও ঋদ্ধিমান৷ পৃথ্বীর পরিবর্তে দলে এসেছেন শুভমন৷ পঞ্জাবের এই তরুণ ব্যাটসম্যান এমসিজি-তে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করবেন৷ প্রথম টেস্টের দুই ইনিংস ব্যর্থ হওয়ার পর পৃথ্বীকে বাদ দেয় টিম ম্যানেজমেন্ট৷ একই সঙ্গে উইকেট কিপিং ভালো করলেও ব্যাটে রান না-পাওয়া ঋদ্ধিকে ছেঁটে ফেলে থিঙ্কট্যাঙ্ক৷ ঋদ্ধির পরিবর্তে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দলে এসেছেন ঋষভ পন্ত৷

এছাড়াও দলে আরও দু’টি পরিবর্তন হয়েছে বিরাট কোহলি ও মহম্মদ শামির জায়গায়৷ পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ক্যাপ্টেন কোহলি৷ তাঁর পরিবর্তে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে রবি শাস্ত্রী ও অজিঙ্ক রাহানে জুটি৷ আর চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়া শামির পরিবর্তে এমসিজি-তে টেস্ট অভিষেক হতে চলেছে মহম্মদ সিরাজের৷

ওপেনিংয়ে বদল আনলেও মিডল-অর্ডারে বিশেষ রদবদল হচ্ছে না ভারতীয় দলে৷ কারণ দলে জায়গা হয়নি মিডল-অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুলের৷ ফলে ভারতীয় ব্যাটিং লাইন-আপে কোহলির জায়গায় অর্থাৎ চার নম্বরে ব্যাট করতে নামবেন ক্যাপ্টেন রাহানে৷

বক্সিং ডে টেস্টে ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।