নয়াদিল্লি: ২০২০ শেষ হতে চলেছে। তবে খারাপের রেশ হয়তো রয়েই যাচ্ছে। বড়দিনের দিনও বাদ গেল না। সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী নয়াদিল্লি। মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর ৫ টা ২ নাগাদ এই কম্পন অনুভূত হয়। দিল্লির নানগলোইয়ে আঘাত হানে ভূমিকম্প। যদিও সেসময় অনেকেই ছুটির সকালে ঘুমিয়ে ছিলেন বলে কম্পন বুঝতে পারেননি। কিন্তু যারা নিজস্ব প্রয়োজনে ঘুম থেকে উঠে পড়েছিলেন, কম্পনের জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

উল্লেখ্য, এর আগে ১৭ ডিসেম্বর দিল্লি সহ এনসিআর এলাকায় ভূ-কম্পন ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের ছিল ৪.২। তবে এর জেরেও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। গত বেশ কয়েকদিন ধরেই দিল্লি সহ এনসিআরে কম্পন অনুভূত হচ্ছে।

এর আগে ২ ডিসেম্বর দিল্লি-এনসিআরে হালকা মাত্রার ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাজিয়াবাদ। এপ্রিলের পর থেকে দিল্লি-এনসিআর এলাকায় ১৫ বারেরও বেশি কম্পন অনুভূত হয়। বারেবারে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হয়েছে দিল্লির আশেপাশের অঞ্চলগুলি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।