• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভ্রমণ পিপাসুদের জন্য বড়দিনের উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের

  • By অভীক
  • |

ভ্রমণ পিপাসুদের জন্য বড়দিনের উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের। বড়দিনেই শৈল শহর দার্জিলিং এ চালু টয়ট্রেন পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতর থেকে একটি নির্দেশিকা জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ভ্রমণ পিপাসুদের জন্য বড়দিনের উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বড়দিন থেকেই দার্জিলিং এ চালু হচ্ছে টয়ট্রেন পরিষেবা। আপাতত তিনটে ট্রেন চলবে। যার মধ্যে দুটো স্টিম এবং একটির ডিজেল ইঞ্জিন। প্রথমটি সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা, দ্বিতীয়টি ১২টা থেকে ১টা ৪০ এবং তৃতীয়টি ১টা ৫০ থেকে ৩.৪৫ পর্যন্ত চলবে।

আরও জানা গিয়েছে, প্রথম ট্রেনের ভাড়া মাথাপিছু এক হাজার পাঁচশো টাকা, দ্বিতীয়টির হাজার টাকা এবং তৃতীয়টি এক হাজার ছশো টাকা ধার্য করেছে রেল কর্তৃপক্ষ।

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের সাতদিনই চলবে এই টয়ট্রেনগুলি। ট্রেনগুলোর যাত্রাপথ দার্জিলিং থেকে শুরু হয়ে ঘুম ঘুরে ফের দার্জিলিংয়ে এসে শেষ হবে। মাঝে বাতাসিয়া লুপে দশ মিনিটের স্টপেজ থাকছে। ওই সময়ে বাতাসিয়া ইকো গার্ডেন এবং গোর্খা ওয়ার মেমোরিয়াল দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

এছাড়াও ঘুম স্টেশনে ২০ মিনিটের স্টপেজ থাকছে। ওই সময়ে ঘুম মিউজিয়াম দেখার সুযোগ পাবেন পর্যটকরা। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।

প্রসঙ্গত, মার্চ মাসে করোনা পরিস্থিতির জন্য সংক্রমণ এড়াতে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। তবে এখন পরিস্থিতি কিছূটা স্বাভাবিক হতেই পর্যটন শিল্পও ছন্দে ফিরতে শুরু করেছে। আর ছাড়পত্র মিলতেই টয়ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ।

মিমি চক্রবর্তীর মানবিক পদক্ষেপ যাদবপুরে

English summary
Darjeeling's Himalayan Railways brings special gifts for travellers during christmas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X