করোনা ভয় কাটিয়ে অনেকটাই সুস্থ মুনমুন সেন, আশার কথা শোনালেন কন্যা রাইমা
করোনা প্রাদুর্ভাবের পর থেকেই একের পর এক করোনার কবলে পড়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি করোনার কবলে পড়তে দেখা যায় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কেও। আক্রান্ত হন তার পরিবারের অন্যান্যরা। এবার করোনা আক্রান্ত হন অভিনেত্রী মুনমুন সেন ও তাঁর স্বামী ভরত দেববর্মা। যদিও তাঁরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।

বৃহঃষ্পতিবার একথা জানান মুনমুন কন্যা রাইমা কন্যা। তার দুজনেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মুনমুন সেনের অসুস্থতার খবর ছড়িয়ে বিভিন্ন মহলে। পরবর্তীতে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়। অন্যদিকে মুনমুনের সাথে তাঁর স্বামীও করোনার কবলে পড়েছিলেন বলে শোনা যায়। যদিও দিন যত গড়াচ্ছে ততই যেন কাটছে দুশ্চিন্তার মেঘ। তাই বর্তমানে তাঁদের হোম কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে।
এদিকে বাবা-মায়ের অসুস্থ কারণে বিগত কয়েকদিন ধরেই কার্যত কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন রাইমা। তবে অবেশেষে তাদের স্বাস্থ্যোন্নতি দেখা দিলে ফের ধীরে ধীরে কাজ শুরু করছেন রাইমা। বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য রাজ্যে এখনও করোনার দাপট অব্যাহত থাকলেও বর্তমানে খানিক রেহাই পেয়েছে বাংলা। পরিসংখ্যান বলছে গত কয়েক সপ্তাহ ধরেই গোটা বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল যথেষ্টই নিম্নমুখী।
বিশ্বভারতীর শতবর্ষে মোদীর মুখে রবীন্দ্রনাথের গুজরাত যোগ! প্রধানমন্ত্রীকে খোঁচা ব্রাত্যর