২০২১-এ হবে ৮ দলের আইপিএল! নতুন ২ দলের অন্তর্ভূক্তির নির্ঘণ্টও পাকা সৌরভ শিবিরের!
২০২১ সালে অনুষ্ঠিত হতে চলেছে আট দলেরই আইপিএল। এক বছর পর অর্থাৎ ২০২২ সালে টুর্নামেন্টে আরও দুই দল অন্তর্ভূক্ত করা হবে বলে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত করার জন্য আইসিসি যে বিড করেছে, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির সর্বান্তকরণে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও খবর। অন্যদিকে বৃহস্পতিবার আহমেদাবাদে বিসিসিআইয়ের সাধারণ বার্ষিক সভায় নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইসিসি-র ডিরক্টর পদে বহাল থাকবেন মহারাজই।

২০২১-এ ৮ দলের আইপিএল
বৃহস্পতিবার আহমেদাবাদে বিসিসিআইয়ের সাধারণ সভায় ঠিক হয়েছে যে ২০২১ সালে অনুষ্ঠিত হবে আট দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। মেনে নেওয়া হয়েছে যে হাতে যতটুকু সময় রয়েছে, তাতে আরও দুই দলের আয়োজন সম্ভব নয়। তাছাড়া ২০২১ সালের আইপিএলে নতুন দল অন্তর্ভূক্ত করা হলে বসাতেই হবে মেগা নিলামের আসর। সময়ের অভাবে এবার তা সম্ভব নয় বলে মেনে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-রা।

২০২২ সালে ১০ দল
২০২২ সালে রীতিমতো আঁটঘাঁট বেধে ময়দানে নামতে চলেছে বিসিসিআই। সেই বছর আইপিএলে নতুন দুই দল অন্তর্ভূক্ত করা হবে বলে খবর পাওয়া গিয়েছে। সেই মতো ২০২২ সালের মেগা নিলাম ২০২১ সালে অনুষ্ঠিত হবে বলেও খবর।

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জন্য বিড করেছে আইসিসি। এ ব্যাপারে বিসিসিআই বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার পাশে দাঁড়িয়েছে বলে খবর। ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যেই এই ভাবনা বলে মনে করা হচ্ছে।

আইসিসি ডিরেক্টর সৌরভ
সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই যে আইসিসি ডিরেক্টর পদে বহাল থাকবেন, বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে খবর। বোর্ড সচিব জয় শাহ বিকল্প হিসেবে মজুত থাকবেন বলেও খবর।

ঘরোয়া মরসুম শুরু
দীর্ঘদিনের স্থবিরতা শেষে ২০২১ সালে ভারতে ফের শুরু হচ্ছে ক্রিকেট। জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ঢাকে কাঠি পড়ছে। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের মরসুম নিয়মিত করার জন্য বিসিসিআই-এর এজিএমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলে খবর।