উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের বড় ঘোষণা, কী জানাল শিক্ষা সংসদ জেনে নিন
করোনার কারণে পিিছয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকালই সেকথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরের দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন ঘোষণায় জানানো হয়েছে ১৫ জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষাও তলবে। ৩০ জুন শেষ হবে পরীক্ষা। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা। একনজরে জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি।

১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)
১৭ জুন-দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)
১৮ জুন- ভোকেশনাল বিষয়
১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান
২১ জুন-অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস
২৪ জুন- ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট
২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি
৩০ জুন- স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটলেও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কবে থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি মধ্য শিক্ষা পর্ষদ। গতবছর মাধ্যমিক পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করা যায়নি। করোনা কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল পরীক্ষা। রেজাল্ট প্রকাশ করতেও দেরী হয়েছিল।