মমতার নন্দীগ্রামের সভায় শিশির-দিব্যেন্দুরা থাকছেন কি!'লয়্যালিটি টেস্ট' এর জল্পনা ঘিরে একাধিক তথ্য সামনে
অধিকারী গড় মেদিনীপুরে মমতার ৭ ডিসেম্বরের সভার পর ২৩ ডিসেম্বর ফিরহাদ-সৌগতদের সভাতেও অধিকারী পরিবারের কাউকে দেখা যায়নি। এর জেরে স্বভাবতই দলের সঙ্গে অধিকারীদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত শুভেন্দুর বিজেপি যোগের পর থেকেই তিন অধিকারীর এই অবস্থান নিয়ে রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার যাবতীয় প্রশ্নের জবাব হতে পারে মমতার আসন্ন নন্দীগ্রামের সভা। যে সভার আগে থেকেই একাধিক তথ্য উঠতে শুরু করেছে।

'লজ্জা লাগে'..শুভেন্দুর গড়ে গিয়ে ফিরহাদের তোপ
খোদ অধিকারী পরিবারের খাস তালুকে দাঁড়িয়ে অধিকারী বংশের সন্তান সম্পর্কে গতকালই ক্ষোভ উগড়ে দিয়ে এসেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, অমিত শাহের পা ধরেছেন শুভেন্দু। যাতে শুভেন্দুর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরানো হয়। এরপরই ফিরহাদের বার্তা, এককালে তিনি শুভেন্দুর সঙ্গে কাজ করেছেন তা ভাবতে 'লজ্জা লাগে'!

শিশিরদের ঘিরে কোন তথ্য
এদিকে, অধিকারী গড়ে গিয়ে তৃণমূলের হেভিওয়েটরা যখন বলছেন, ' কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়'. তখন তা খুব একটা সুখ দেয়নি শিশিরবাবুকে। সূত্রের খবর, শিশির অধিকারীর পরিবারে অনেকেরই এই মন্তব্য ভালো লাগেনি। এছাড়াও ফিরহাদ বলেছেন, ' শিশির অধিকারীর ছেলে না হলে শুভেন্দু নমিনেশন পেতেন না।' এই মন্তব্যের পর অধিকারী পরিবার কোন স্টান্স নেয় সেদিকে নজর সকলের।

শান্তিকুঞ্জে দোলাচল!
শুভেন্দুর বিজেপি যোগর পরই দিব্যেন্দু জানিয়েছিলেন যে, তৃণণূল ছেড়ে তিনি যাবেন না। আর তৃণমূলে আছেন বলেই নিজের এলাকায় দলের কর্মসূচি পালন করছেন। তবে , এই বার্তার পরও অখিল গিরির সঙ্গে অধিকারী গড়ের সংঘাত নিয়ে বেশ কিছু তথ্য জানান যাচ্ছে।

কাঁথির সভা, অধিকারী পরিবার ও তৃণমূল
জানা যায়, কাঁথির সভার জন্য তৃণমূলের প্যাডে শিসির অধিকারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানান অখিল গিরি। তবে সেই আমন্ত্রণের প্রেক্ষিতে শিশির অধিকারী অসুস্থতার কারণে যেতে পারছেন না বলে জানান। এদিকে, মমতার ৭ ডিসেম্বরের সভায় দিব্যেন্দু যেতে পারেননি। পরে তিনি জানান, যে ফ্লাইট দিল্লি থেকে দেরিতে ছাড়ায় তিনি সময় মতো পৌঁছননি। তাহলে কাঁথির সভায় সৌমেন্দু , দিব্যেন্দু নেই কেন! তা নিয়ে গতকালই প্রশ্ন ওঠে।

কাঁথির পর নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে
জানা গিয়েছে, কাঁথির সভায় ফিরহাদ থেকে সৌগতরা যা যা বলেছেন তার সবটাই নদরে রেখেছেন অধিকারী পরিবারে শুভেন্দুর দুই ভাই সৌমেন্দু ও দিব্যেন্দু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কাঁথির সভায় তৃণণূলের বক্তব্য নিয়ে নাকি ঘনিষ্ট মহলে দুঃখও প্রকাশ করেছেন প্রবীণ শিশির অধিকারী। এমন এক পরিস্থিতিতে আগামী দিনে শুভেন্দুর গড় নন্দীগ্রামের সভায় মমতার সঙ্গে একই মঞ্চে শিশির, দিব্যেন্দু, সৌমেন্দুকে দেখা যাবে কী না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কার্যয়ত এই নন্দীগ্রামে মমতার সভাকে অনেকেই ৩ অধিকারীর 'লয়্যালিটি টেস্ট' বলে দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ।