মানুষের জন্য 'মাটি' থেকে 'ট্যাবলোয়' চড়লেন শুভেন্দু, 'জয় শ্রীরাম' স্লোগানে তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপি নেতার
গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। প্রবল উচ্ছ্বস নিগে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন শুভেন্দর রোড শো। বাড়ি থেেক গাড়িেত বেরিয়েও ভিড়ের চাপে হেঁটেই ট্যাবলো পর্যন্ত আসতে হল শুভেন্দু অধিকারী। প্রবল উত্তেজনা গাড়িতে উঠতেই চারিদিকে উঠল জয় শ্রীরাম স্লোগান। শুভেন্দু অধিকারী ট্যাবলোয় উঠেই দিলেন জয় শ্রীরাম স্লোগান, বললেন বন্দেমাতরম। বিজেপির পতাকা হতে ঘরের েছলেকে কতটা গ্রহন করবে সেটা একটা বড় চ্যালেঞ্জ। তবে শক্তি প্রদর্শনের স্নায়ু যুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছেন শুভেন্দু।

কাঁথি জুড়ে গেরুয়া স্রোত
কাঁথির অলি-গলি পথ ঘাটের রং বদলে গিয়েছে আজ। চারিদিকে কেবল গেরুয়া পতাকা। পদ্মে ফুলে ছেয়ে গিয়েছে কাঁথি শহর। ভূমিপুত্রের রং বদলের সঙ্গে সঙ্গে রং বদলে ফেলেছে কাঁথিও। এমনই একটা বার্তা দিতে মরিয়া শুভেন্দু অধিকারী। সর্বশক্তি প্রয়োগ করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে কাঁথির রোড শোয়ে। এতোটাই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস যে রোড শো শুরু হওয়ার পর এগোতে পারছিল না শুভেন্দু অধিকারীর ট্যাবলো।

মাটি থেকে ট্যাবলে চড়লেন শুভেন্দু
এতোদিন মা মাটি মানুষ ছিলেন তিনি। মাটির সঙ্গে গভীর যোগ ছিল তাঁর। এতোদিন তৃণমূল নেত্রীর সঙ্গে হেঁটে পদযাত্রা করতে দেখা গিয়েছে শুভেন্দুকে। গাড়িতে চড়ে রোড শো এই প্রথম। শুভেন্দুরকে গাড়িতে চড়ে রোড শো করতে এই প্রথম দেখা যাচ্ছে। এর আগে মানুষের সঙ্গে মিশেই পদযাত্রা করেছেন তিনি। এবার কাঁথি দেখছে রং বদলের মিছিল। কাঁথির ঘরে ঘরে বিজেপিকে নিয়ে আসার চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু।

তৃণমূলকে চ্যালেঞ্জ
তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী শক্তি প্রদর্শনের নেমেছেন আজ। ট্যাবলোয় চড়ে তাই প্রথমেই জয় শ্রীরাম স্লোগান তুলেছেন তিনি। এতোটাই উচ্ছ্বাস দেখা গিয়েছে শুভেন্দুর রোড শো-তে যে প্রথমে মিছিল এগোচ্ছিলই না। থমকে গিয়েছিল মিছিল। বিজেপি কর্মী সমর্থকদের বিপুল উন্মাদনায় এক প্রকার তৃণমূলের চ্যালেঞ্জকে জবাবা দিয়েছেন শুভেন্দু। এদিন শুভেন্দুর সঙ্গে ট্যাবলোতে ছিলেন সৌমিত্র খাঁ, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক বিজেিপ নেতা।

নতুন চ্যালেঞ্জ শুভেন্দুর
২১ বছর তৃণমূলের পতাকা হাতে রাজনীতি করা দাপুটে নেতাকে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে দেখতে কাঁথির বাসিন্দাদের কাছে একটা বড় ভিস্যুয়াল জার্ক বলা চলেছে। তার উপরে শুভেন্দু বনাম তৃণমূলের একটা টানটান স্নায়ুযুদ্ধ চেপে বসেছে কাঁথি শহরের বুকে। রাজনীতিক নতুন রণক্ষেত্র তৈরি হয়েছে এই কাঁথি। তৃণমূল কংগ্রেস তাঁকে কাঁথিতে আটকে রাখতে চাইলেও তিনি সেটা করবেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বাংলায় বামেদের সঙ্গে জোট! কোন সিদ্ধান্তে সিলমোহর কংগ্রেস হাইকমান্ডের, জানালেন অধীর চৌধুরী