ব্রিটেন ফেরত মহিলা কোভিড পজিটিভ, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল মা ও ছেলেকে
ব্রিটেন ফেরত এক মহিলার রিপোর্ট কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে এবং তাঁর ছেলেকে ট্রেন থেকে নামিয়ে দিল স্বাস্থ্য ও পুলিশের আধিকারিকেরা। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর ওই মহিলা দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটেন থেকে ফিরে। তিনি রাজামুন্দ্রী থেকে দিল্লি–ভাইজাগগামী ট্রেনে উঠেছিলেন।

ওই মহিলা তাঁর করোনা টেস্টের রিপোর্টের সম্পর্কে অবগত না হয়েই নিজের ছেলের সঙ্গে দিল্লি ছেড়ে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার হুকুমপেট ব্লকের উদ্দেশ্যে রওনা দেন। ওই মহিলার সঙ্গে সরকারি আধিকারিকেরা যোগাযোগ করতে না পারায় আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীকালে ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয় এবং তাঁকে অবশেষে ভাইজাগগামী ট্রেনে দেখা যায়। ওই মহিলা ও তাঁর ছেলেকে সরকার পরিচালিত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁর নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হয় এবং তা পুরনো বা ব্রিটেনের নতুন ভাইরাস প্রজাতি কিনা তা জানার জন্য ওই নমুনা পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটেনে দু’টি নতুন আরও সংক্রমক কোভিড–১৯ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। যার জেরে গোটা ব্রিটেন সহ বিশ্বে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে সম্প্রতি। তেলঙ্গানার স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি ব্রিটেন ফেরত যাত্রীদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে এবং তাঁদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। জনস্বাস্থ্যের ডিরেক্টর শ্রীনিবাস রাও বলেন, 'গত ৯ ডিসেম্বর থেকে আমরা ব্রিটেন থেকে তেলঙ্গানায় এসেছে এমন ১২০০ যাত্রীর খোঁজ পেয়েছি। আমরা তাঁদের তথ্য সংগ্রহ করছি মেডিক্যাল টেস্ট করার জন্য। আমরা তাঁদের স্বাস্থ্যের খোঁজও নিচ্ছি। এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত যাত্রীদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।’
ব্রিটেনে নয়া করোনা ভাইরাসের প্রজাতি দেখা দেওয়ায় প্রত্যেকটি দেশ একটু বেশি মাত্রায় সতর্ক হয়ে গিয়েছে। যদিও ভারতে এখনও নতুন করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া যায়নি, ওই ভাইরাস যাতে দেশে না প্রবেশ করতে পারে তার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে।
মেদিনীপুরে জমি হারিয়েছেন শুভেন্দু, পাল্টা জবাবে তৃণমূল নেতাকে 'বাড়িতে নিমন্ত্রণ' শুভেন্দুর