• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারত আদৌ দাঁত ফোটাতে পেরেছে কি!

২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। এর আগেও এই মাঠে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। তারই প্রেক্ষিতে এই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে কোন কোন ব্যাটসম্যান, তাও দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত আট বার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ বার জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র এক বার জিতেছে ভারত। দুই দলের মধ্যে দুই বার ম্যাচ ড্র হয়েছে।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে রিকি পন্টিংয়ের। ২০০৩-০৪ মরসুমে ভারতের বিরুদ্ধে ২৫৭ রান করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। ভারতীয় দলের হয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের এক ইনিংসং সর্বাধিক ১৯৫ রান করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ।

এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট

এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট

মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ২০১৮-১৯ মরসুমে ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অজি ফাস্ট বোলার। একই ম্যাচে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।

শেষ দুই ম্যাচ

শেষ দুই ম্যাচ

২০১৮ সালে মেলবোর্নে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চেতেশ্বর পূজারার দুর্দান্ত ব্যাটিং ও জসপ্রীত বুমরাহের অনবদ্য বোলিংয়ের সুবাদে সেই ম্যাচ ১৩৭ রানে জিতেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৪ সালে মেলবোর্ন টেস্ট হারের মুখ থেকে বেঁচে ফিরেছিল ভারত। সৌজন্যে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের নাছোড় ব্যাটিং।

English summary
Head to head stats and records of Boxing Day India-Australia test in Melbourne
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X