প্রতীতি ঘোষ,বারাকপুর : গ্রেফতার হওয়া বিজেপি কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তেজনা ছড়াল খড়দহ থানায়। বুধবার সন্ধ্যায় খড়দহ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থকরা ।এই ঘটনার জেরে অবশেষে আটক প্রায় শতাধিক বিজেপি সমর্থক।

জানা গিয়েছে, বুলেট রায় নামে এক বিজেপি সমর্থককে খড়দহ থানার পুলিশ অস্ত্র আইনে গ্রেফতার করলে ওই বিজেপি সমর্থককে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ তুলে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বেশ কিছুক্ষন বিজেপি কর্মীরা খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা । বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতা পিন্টু দাস বলেন, বুলেট রায় বিজেপির সক্রিয় কর্মী, তাকে পুলিশ বিনা অপরাধে থানায় নিয়ে এসে অস্ত্র আইনে গ্রেফতার করে । বুলেট রায়ের কাছে কোন অবৈধ অস্ত্র ছিল না । ওকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে । ওর নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত খড়দহ থানার পুলিশের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চলবে ।”

দীর্ঘক্ষণ খড়দহ থানার গেট আটকে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোয় শেষ পর্যন্ত পুলিশ ওই বিক্ষোভকারীদের সকলকে আটক করে ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন সুমন গাঙ্গুলী।