• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার 'বহিরাগত' থেকে 'বাংলাকে গুজরাত হতে দেব না' স্টান্সের পাল্টা জবাব মোদীর! 'পয়েন্ট টু পয়েন্ট' বার্তা

  • |

সঙ্গীত মেলার অনুষ্ঠানে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় যোগ দিয়েই মমতা সদর্পে ফের বলেছেন, ' বাংলাকে গুজরাত হতে দেব না।' এর আগে তিনি কার্যত নরেন্দ্র মোদী থেকে অমিত শাহদের বারবার রাজ্যে আসার ঘটনাকে কটাক্ষ করে বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' তকমা তুলে ধরেন। আর তার সমস্ত জবাব এদিন বিশ্বভারতীর ভার্চুয়াল সভা থেকে দিলেন নরেন্দ্র মোদী।

পয়েন্ট টু পয়েন্টে জবাব মোদীর

পয়েন্ট টু পয়েন্টে জবাব মোদীর

মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন, তিনি বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেবেন না। আর তার পাল্টা চালে এদিন মোদী তুলে ধরেন গুজরাতের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা। যেখানে তৃণমূল রবীন্দ্রনাথ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জেপি নাড্ডার মন্তব্য থেকে শুরু করে, অমিত শাহের পোস্টারে রবীন্দ্রনাথের ছবি নিচে থাকা নিয়ে বিজেপিকে একহাত নিয়েছে, সেখানে রবীন্দ্র বাবনার পথ ধরেই মমতাকে নাম না করে জবাব দিলেন মোদী।

 মোদীর বক্তব্য রবীন্দ্রনাথের গুজরাত যোগ নিয়ে

মোদীর বক্তব্য রবীন্দ্রনাথের গুজরাত যোগ নিয়ে

মোদী এদিন তুলে ধরেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্র নাথ ঠাকুরের সঙ্গে গুজরাতের সম্পর্কের কথা। তিনি বলেন, সত্যেন্দ্র নাথ কর্মসূত্রে আমেদাবাদে থাকাকালীন রবীন্দ্রনাথ যেতেন সেখানে। আর আমেদাবাদ থেকেই রবীন্দ্রনাথ দুটি কবিতা লেখেন, 'ক্ষুধিত পাষাণ' এর কিছুটা অংশও তিনি সেখানে বসে লেখেন।

বহিরাগত প্রশ্নে মমতাকে জবাব!

বহিরাগত প্রশ্নে মমতাকে জবাব!

এদিন মোদী সাফ জানান, রবীন্দ্রনাথের সময়ে গুজরাতের সঙ্গে ঠাকুরবাড়ির যোগ প্রগাঢ় ছিল। সেই সময় কিভাবে একাত্মতার ভাবনা নিয়ে ঠাকুরবাড়ি গুজরাতের নিবাসী মেয়েকে ঘরের বধূ করে আনেন, তারও বক্তব্য রাখেন মোদী। ফলে 'বহিরাগত' ইস্যুতে যেভাবে মমতা বিজেপিকে বিঁধেছিল, ঠিক তার জবাব, গুজরাতের সঙ্গে বাংলার একাত্মতা নিয়ে দিয়েছেন মোদী।

গুজরাত থেকে এসেছে বাংলার শাড়ি পড়ার ঘরানা!

গুজরাত থেকে এসেছে বাংলার শাড়ি পড়ার ঘরানা!

মোদী বলেন, সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী গুজরাতে গিয়ে দেখেছিলেন যে মহিলারা কিভাবে কোন কাঁধে শাড়ির আঁচল রেখে পরেন। আর তাতে কাজের কীভাবে সুবিধা হয়। পরবর্তীকালে সেই স্টাইল তিনি বাংলাতেও আনেন বলে দাবি করেন মোদী।

'বাংলা গুজরাত হতে দেব না' ও মোদীর শক্তিশেল

'বাংলা গুজরাত হতে দেব না' ও মোদীর শক্তিশেল

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই বলেছেন যে 'বাংলা গুজরাত হতে দেব না' তার ২৪ ঘণ্টার মধ্যে মোদী বিশ্বভারতীয় মঞ্চ থেকে কার্যত বুঝিয়ে দিয়েছেন, যে বাংলার সঙ্গে গুজরাতের সংস্কৃতি ও সাহিত্যের হাত ধরে যোগ কোথায়। রবীন্দ্রনাথ ইস্যুকে ঢাল করে এদিন ফের একবার মমতাকে একহাত নিয়ে ছাড়লেন না মোদী।

English summary
Narendra Modi targets Mamata Banerjee on Outsider and Gujarat comment issue from Visva Bharati's program
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X