• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করতে ইওআই চেয়ে বিজ্ঞাপন রাজ্যের! ২০২১-এর লক্ষে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মমতার

  • |

২০২১-এর নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এদিন তিনি নবান্নের সাংবাদিক সম্মেলনে জানান ৪২০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দ্র তৈরি করবে। যা হলে বিস্তীর্ণ এলাকায় অর্থনীতি বদলে যাবে বলে দাবি করেছেম মুখ্যমন্ত্রী।

 তাজপুরে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান

তাজপুরে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান

৭ ডিসেম্বর মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছিল তাজপুরের কথা। এদিন তিনি সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। তিনি জানান, তাজপুরে বন্দর গড়তে ইওআই চেয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সোমবার সেই বিজ্ঞাপন প্রকাশিত হবে। তিনি বললেন, রাজ্য সরকার ৪২০০ কোটি টাকা ব্যয়ে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করবে। বেসরকারি পর্যায়ে সেখানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তবে এই বন্দর তৈরি করতে কোনও জমি সরকারকে অধিগ্রহণ করতে হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, তাজপুর হবে, রাজ্যের প্রথম গভীর বন্দর। সারা রাজ্যের পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে শিল্পের প্রসার ঘটবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে সারা দেশের লোহা ও ইস্পাত ১৩% রপ্তানি হয়। এই বন্দর হলে রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, সমুদ্র বন্দর তৈরি হলে রাজ্য থেকে সিফুড রপ্তানি বৃদ্ধি পাবে। মৎস্যজীবীরাও আরও কাজ পাবেন।

এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনিও বলেছেন, এই বন্দর তৈরি হলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অর্থনীতিটাই বদলে যাবে। যদিও মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণাকে নির্বাচনের আগে চমক ছাড়া আর কিছু বলতে রাজি নয় বিরোধী শিবির।

সিঙ্গুরে হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক

সিঙ্গুরে হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সিঙ্গুরে রাজ্য সরকার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলছে। যে কোনও সংস্থা আবেদন করলে ১০ থেকে ৩০ কাটা জমি পাবেন। সেখানেও অনেক কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পানাগড়েও হচ্ছে বিনিয়োগ

পানাগড়েও হচ্ছে বিনিয়োগ

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, পানাগড়ের শিল্প পার্কে ৪০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সেখানে ফুড প্যাকিং শিল্প গড়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, নিউটাউনে সিলিকন ভ্যালিতে জমি দিতে বিশেষ ব্যবপস্থা নিচ্ছে হিডকো।

দেউচা-পঁচামিতে কাজ শুরু হচ্ছে

দেউচা-পঁচামিতে কাজ শুরু হচ্ছে

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দেউচা-পঁচামিতে এখনই জমি নেওয়া হচ্ছে না। যেখানে কোনও বসতি নেই সেখানেই কাজ শুরু করা হবে। সেখানে শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্বভারতীর অনুষ্ঠানে মোদী থাকলেও নেই মুখ্যমন্ত্রী! বিজেপির অভিযোগের কড়া জবাব মমতার

English summary
Mamata Banerjee announces state govt will built Tajpur sea port
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X