ধোনির মতো রুম না পাওয়ার গঞ্জন থেকে করোনা বিধি ভঙ্গে গ্রেফতার! রায়নাকে কি আগামী আইপিএলে রাখছে সিএসকে?
২০২০ যেন একেবারেই ভালো যাচ্ছে না ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার। বছর শেষে মুম্বইয়ে করোনাবিধি ভঙ্গে নাইট ক্লাব থেকে গ্রেফতার ও পরে জামিনে মুক্তি পান। অন্যদিকে এবছর আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে পারিবাবিক কারণে দেশে ফিরতে হওয়ার মেগা লিগে খেলা হয়নি। সঙ্গে মরুশহরে ধোনির মতো বিসালবহুল ঘর না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ ও কোভিড বিধি ভঙ্গের চেষ্টার কারণে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলেও ক্রিকেটমহলে রায়নাকে নিয়ে গুঞ্জন রয়েছে।

আইপিএল খেলতে গিয়ে দেশে ফিরে আসেন রায়না
এবছরই আবার রায়নার পিসেমশাইয়ের বাড়িতে দুষ্কীতি হামলার ঘটনা ঘটে। সব মিলিয়ে এবছর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সুরেশ রায়না। এর মাঝেই এবার বছর শেষে সুখবর পেতে পারেন রায়না।

সিএসকে ও রায়নার মধ্য দূরত্ব
করোনার মাঝে মরুশহরের আইপিএলে খেলতে গেলেও, পিসেমশাইয়ের বাড়ি দুষ্কীতি হামলার ঘটনায় পিসেমশাইয়ের মৃত্যুর হলে, রায়না দেশে ফিরেছিলেন বলে জানান। তবে আসল সত্যি নিয়ে অবশ্য একাধিক জল্পনা রয়েছে। শোনা যায়, মরুশহের কোয়ারেন্টাইনে থাকার সময় নাকি ঘর পছন্দ হয়নি রায়নার। অধিনায়ক ধোনি যতটা বিলাসবহুল ঘর পেয়েছেন, সহঅধিনায়ক হিসেবে তাঁকে গুরুত্ব সহকারে এমন রুম দেওয়া হয়নি বলে রায়নার নাকি অভিযোগ ছিল। এরপরই ম্যানেজমেন্টের সঙ্গে রায়নার নাকি দূরত্ব তৈরি হয়। আরও গুঞ্জন দুবাই পৌঁছে করোনা বিধি ভেঙে রায়না হোটেলের লবিতে বারবার নেমে আসতেন। এতেই ফ্র্যাঞ্চাইজির রোষানলে পড়েন রায়না। ব্যক্তিগত কারণে নয়, শোনা যায় রায়নাকে ফ্র্যাঞ্চাইজিই নাকি দেশে পাঠিয়ে দিয়েছিল।

চেন্নাইয়ে রায়নার ভবিষ্যৎ
পরে রায়না দেশে ফিরলে, ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইট থেকেও দলের তালিকায় রায়নার নাম সরিয়ে ফেলা হয়েছিল। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কেন দূরত্ব জানা না গেলেও আগামী দিনে এই ফ্র্যাঞ্চাইজিতে রায়নার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি যায়।

রায়নার সঙ্গে সিএসকের সম্পর্ক নিয়ে কী আপডেট
বছর শেষে অবশ্য জানা যাচ্ছে আগামী মরসুমে রায়নাকে দলে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস। সিএসকে দলের এক সূত্র থেকে জানা গিয়েছে রায়নাকে বাদ দেওয়ার তাঁদের কোনও পরিকল্পনা নেই। আগামী মরসুমে চেন্নাইয়ের জার্সিতেই তাঁকে খেলতে দেখা যাবে। ফলে বছর ভর তাঁকে নিয়ে নানা বিতর্ক হলেও শেষটায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারেন ক্রিকেটার।