মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে রদবদল। সুনীল যোশির পরিবর্তে নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে আসীন হলেন আরেক প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা। মদন লাল নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডাভাইসরি কমিটি ভার্চুয়াল বৈঠকে তিন সদস্যের নয়া নির্বাচক প্যানেল বেছে নিল বৃহস্পতিবার। চেয়ারম্যান হিসেবে চেতন শর্মা ছাড়াই নির্বাচক প্যানেলে নবনিযুক্ত বাকি দু’টি নাম দেবাশিস মোহান্তি এবং অবেয় কুরুভিল্লা। এছাড়া পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে রয়ে গেলেন সুনীল যোশি এবং হরবিন্দর সিং।

সুনীল যোশিকে সরিয়ে অভিজ্ঞতার নিরিখে কিছুটা এগিয়ে থাকা নির্বাচক কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান চেতন শর্মার দেশের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি ওয়ান-ডে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া নির্বাচক কমিটির প্যানেলে জায়গা করে নেওয়া বাকি দুই সদস্য দেবাশিস মোহান্তি দেশের জার্সি গায়ে যথাক্রমে ২টি টেস্ট ৪৫টি ওয়ান-ডে এবং আবেয় কুরুভিল্লা দেশের জার্সিতে ১০টি টেস্ট এবং ২৫টি ওয়ান-ডে খেলেছেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট অ্যাডভাইসরি অভিজ্ঞতার নিরিখে (দেশের হয়ে টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব) চেতন শর্মাকে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে। আগামী এক বছর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি নির্বাচক প্যানেলের সদস্যদের কাজ মূল্যায়ণ করবে এবং বিসিসিআই’কে কাজের খতিয়ান দেবে। তিনজন নতুন সদস্য নির্বাচক কমিটিতে সুনীল যোশি এবং হরবিন্দর সিং’য়ের সঙ্গে যুক্ত হচ্ছেন।’

১১ জনকে এই পদের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল। ওয়েস্ট জোন থেকে কুরুভিল্লা ছাড়াও আবেদন করেছিলেন অজিত আগরকর, নয়ন মোঙ্গিয়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা। নর্থ জোন থেকে চেতন শর্মা ছাড়াও আবেদন করেছিলেন মনিন্দর সিং, বিজয় দাহিয়া, অজয় রাত্রা, নিখিল চোপড়া এবং ইস্ট জোন থেকে মোহান্তির পাশাপাশি শিব সুন্দর দাস, রণদেব বসুর আবেদন জমা পড়েছিল।

মনে করা হচ্ছিল দেশের জার্সিতে ২৬টি টেস্ট এবং প্রায় দু’শোর কাছাকাছি (১৯১) ওয়ান-ডে ম্যাচ খেলা অজিত আগরকরই হতে চলেছেন নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান। কিন্তু প্রাক্তন অল-রাউন্ডারকে সরিয়ে মদন লাল, রুদ্র প্রতাপ সিং’য়ের অ্যাডভাইসরি কমিটি নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান হিসেবে বেছে নিল প্রাক্তন পেসার চেতন শর্মাকে।

পাশাপাশি বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিলমোহর পড়ল ১০ দলের আইপিএলের বিষয়টিতে। তবে ২০২১ নয়, ২০২২ থেকে আইপিএল হতে চলেছে ১০ দলের টুর্নামেন্ট৷ ১৫তম সংস্করণ থেকে ইতিহাসে প্রথমবার বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ হবে ১০ দলের টুর্নামেন্ট৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।