বিদায়বেলায় দরাজ ট্রাম্প! বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই ক্ষমা ২৬ জন আসামীকে
সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেন শিবিরের কাছে ধরাশায়ী হওয়ার পরেও ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে একধাকিবার সরব হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বারস্থ হয়েছেন আদালতেরও। যা নিয়ে একাধিকবার উত্তাল হয়েছে মার্কিন রাজনীতি। এদিকে বিদায়বেলায় দাঁড়িয়ে তাঁর সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ২৬ জন আসামীকে ক্ষমা করেলন ট্রাম্প।

মেয়ের শ্বশুর চার্লস কুশনারকেও ক্ষমা ট্রাম্পের
সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রজার স্টোন, এমনকী তাঁর প্রচার শিবিরের প্রাক্তন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট। এমনকী ক্ষমা পাওয়া ব্যক্তিদের নতুন তালিকায় তাঁর মেয়ের শ্বশুর চার্লস কুশনারও রয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারি মাসের ২০ তারিখ বাইডেনের হাতে পাকাপাকি ভাবে ক্ষমতা হস্তান্তরের আগে আগামীতে এই তালিকায় আরও বেশ কিছু নতুন নাম যুক্ত হতে পারে বলেও শোনা যাচ্ছে।

রজার স্টোনকেও ক্ষমা ট্রাম্পের
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে মিথ্যে সাক্ষী, বিচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ ট্রাম্পের সহযোগী রজার স্টোনের বিরুদ্ধে। এমনকী এই মামলায় একাধিক সাক্ষীকে প্রাভাবিত করারও অভিযোগ ছিল রজারের বিরুদ্ধে। পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তাকে তিন বছরের সাজাও শোনায় মার্কিন আদালত। এবারই সেই রজার স্টোনকেই ক্ষমা করে দিলেন ট্রাম্প।

রুশ গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ওঠে ম্যানাফোর্টের বিরুদ্ধে
অন্যদিকে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময় রুশ গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ওঠে ট্রাম্পের প্রচার শিবিরের প্রাক্তন চেয়ারম্যান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে। তিনি তার দোষ স্বীকারও করেন। একই সাথে কর ফাঁকি, ব্যাঙ্ক জালিয়াতিরও একাধিক অভিযোগ ওঠে ম্যানাফোর্টের বিরুদ্ধে। তারপরেই ম্যানাফোর্টকে ৪৭ বছরের কারদণ্ডের সাজা দিয়েছিল আদালত।

আর কোন কোন অভিযুক্তদের ক্ষমা করলেন ট্রাম্প ?
এদিকে ক্ষমার পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টির নেতা ডানকান হান্টারের স্ত্রী মার্গারেট। এর আগে মঙ্গলবার হান্টারকেও ক্ষমা করে দেন ট্রাম্প। এছাড়াও বিভিন্ন সাইবার অপরাধ, বেআইনিভাবে অস্ত্র রাখা ও মেল জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত একাধিক ব্যক্তিকে ক্ষমা করে দেন ট্রাম্প। এছাড়াও, আরও ৩ জনের সাজাও কমিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।