আমদাবাদ: সম্ভাবনা ছিলই৷ বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর পড়ল৷ ২০২২ থেকে আইপিএল হতে চলেছে ১০ দলের টুর্নামেন্ট৷ ১৫তম সংস্করণ থেকে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ হবে ১০ দলের টুর্নামেন্ট৷ আইপিএলের ইতিহাসে প্রথমবার৷
আইপিএলের ১৩ বছরের ইতিহাসে সর্বাধিক ৯টি দল খেলেছে৷ দুবাই এবারের আইপিএলের সময়ই ১০ দলের ফ্র্যাঞ্চাইজির বিষয়টি নিয়ে আলোচনা হয় গভর্নিং কাউন্সিলে৷ তবে প্রথমে ২০২১ অর্থাৎ আইপিএলের চতুর্দশ সংস্করণ থেকেই ১০ দলের কথা শুরুতে বলা হলেও এমনটা হচ্ছে না৷ এদিন আমদাবাদে বোর্ডের ৮৯তম এজিএম-এ ২০২২ আইপিএল থেকে ১০ দলের টুর্নামেন্টে সিলমোহর দেওয়া হয়৷
প্রথমবার ১০ দলের টুর্নামেন্ট হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ৷ এর আগে তিন বছর আইপিএল হয়েছে ৯ দলের৷ ২০১১, ২০১২ এবং ২০১৩ সাল পর্যন্ত আইপিএল হত ৯টি দলকে নিয়ে৷ কিন্তু ২০১৪ সাল থেকে আইপিএল ফিরে আসে আট দলে৷ কিন্তু ২০২২ থেকে আটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছে আরও দু’টি ফ্র্যাঞ্চাইজি৷
প্রথমে ২০২১ থেকেই ১০ দলের আইপিএলের কথা বলা হলেও ত্রয়োদশ এবং চতুর্দশ আইপিএলের মাঝে যেহেতু মাত্র কয়েক মাসে সময় পাওয়া যাচ্ছে, তাই ২০২১ আইপিএলের আগে নতুন দলের বিড আমন্ত্রণের বিষয়টি থেকে সরে আসে বিসিসিআই। কারণ বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে নয়া ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়াটা বেশ সময়সাপেক্ষ। সে কারণেই ২০২২ সাল থেকে আইপিএলে সম্মতি দেয় বোর্ড৷ ১০ দলের আইপিএলে সম্ভবত ৯৪টি ম্যাচ হবে৷
আইপিএলে দুই দলের অন্তর্ভুক্তির বিষয়টি ছাড়াও অলিম্পিকে ক্রিকেট নিয়েও এদিন বোর্ডের সভায় সিদ্ধান্ত গৃহিত হয়৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর ২০২৮ অলিম্পিকে আইসিসি-র বিডকে সমর্থন জানাবে বিসিসিআই৷
পাশাপাশি করোনা পরবর্তী মহিলাদের ক্রিকেট চালু নিয়েও এদিন বোর্ডের সভায় আলোচনা হয়েছে৷ মহিলাদের টেস্ট ক্রিকেট কখন থেকে শুরু হবে তা নতুন বছরের সিদ্ধান্ত নেবে বিসিসিআই৷ তবে ২০২১-এর জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি জাতীয় টি-২০ টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে করোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেট৷
এছাড়াও বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ভাইস-প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা’র নামে সম্মতি পাশ হয়৷ উত্তরাখণ্ডের মহিম ভার্মার পর বিসিসিআই-এর ভাইস-প্রেসিডেন্টের পদটি খালি ছিল৷ এছাড়াও এদিন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, আইসিসি-র বোর্ডে বিসিসিআই-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর অনুপস্থিতিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন বোর্ড সচিব জয় শাহ৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.