• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেলবোর্নে টেস্টে অভিষেক, সেই মাঠেই এবার রাহুলের সামনে টেস্টে জায়গা পুনরুদ্ধারের লড়াই

  • |

মেলবোর্নে টেস্ট কেরিয়ার শুরু, সেই মেলবোর্নেই এবার টেস্টে কেরিয়ার পুনরুদ্ধারের লড়াইয়ের সামনে লোকেশ রাহুল। পিতৃত্বকালীন ছুটিতে বিরাট দেশে ফেরার পর, বক্সিং ডে টেস্টে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারেন রাহুল। অজিঙ্ক-পূজারাদের সঙ্গে তিনি এবার অজিভূমে ভারতীয় ব্যাটিংয়ের বড় বাজি হতে চলেছেন।

ডনের দেশে টেস্টে অভিষেক

ডনের দেশে টেস্টে অভিষেক

শনিবার থেকে মেলবোর্ন টেস্টের ঢাকে কাঠি। ৬ বছর আগে এই মেলবোর্নেই দেশের হয়ে রাহুলের টেস্টে হাতেখড়ি হয়েছিল। প্রথম টেস্টে অবশ্য রাহুল দাগ কাটতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টেই শতরান। মেলবোর্নে অভিষেক টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে সিডনিতে প্রথম ইনিংসে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন।

২০১৮ সালে অজি সফরে রাহুলের পারফর্ম্যান্স

২০১৮ সালে অজি সফরে রাহুলের পারফর্ম্যান্স

এরপর ২০১৮ সালে অজি সফরে রাহুল অবশ্য অজি ভূমে ব্যাটে নজর কাড়তে পারেননি। অজিভূমে পাঁচ ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ৪৪। পাঁচ ইনিংসে রাহুলের ব্যাটে রান যথাক্রমে ২, ৪৪, ২, ০, ৯।

রাহুলকে নিয়ে আশাবাদী গাভাসকর

রাহুলকে নিয়ে আশাবাদী গাভাসকর

অন্যদিকে রাহুলকে নিয়ে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। ওপেনিংয়ে পৃথ্বী শ ব্যর্থ হওয়ার পর, অজিভূমে আগামী তিন টেস্টে লোকেশ রাহুলকে ওপেনার হিসেবে চেয়েছেন গাভাসকর।

টেস্ট দলে জমি শক্ত করতে পারেন কিনা, সেটাই এখন দেখার

টেস্ট দলে জমি শক্ত করতে পারেন কিনা, সেটাই এখন দেখার

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে রাহুল স্বপ্নের ফর্মে রয়েছেন। তবে লাল বলের ক্রিকেটে পরীক্ষিত নন। এই অবস্থায় ডনের দেশে বিরাটের অনুপস্থিতিতে দলের ত্রাতা হয়ে উঠে, টেস্ট দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

English summary
India vs Australia: KL Rahul returns to Melbourne, to resurret test career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X