কৃষি আইন নিয়ে কৃষকদের কোর্টেই বল ঠেলল কেন্দ্র, চূড়ান্ত সিদ্ধান্তের দাবি প্রতিবাদীদের!
কৃষি আইন নিয়ে কৃষকদের কোর্টেই বল ঠেলল কেন্দ্র। ফের আলোচনায় বসার জন্যে কৃষকদের আবেদন জানায় কেন্দ্র। এর আগে কৃষি আইন নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছিলেন কৃষকরা। বুধবার কৃষকরা বলেছিলেন, আর আলোচনা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত চান কৃষকেরা। এমনই দাবি কৃষক সংগঠনগুলোর। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র রাস্তা বলে মনে করছেন। এমনকি কৃষি আইন সংশোধনের কথাও বলেছে কেন্দ্র।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা শোনাবেন কৃষকেরা। কেন্দ্রের প্রস্তাব সম্পর্কে 'স্বরাজ অভিযান'- এর নেতা যোগেন্দ্র যাদব বলেন, 'কেন্দ্রের কাছে আমাদের অনুরোধ সংশোধনীগুলো আমরা বাতিল করছি, সেগুলো পুনরায় ফিরিয়ে আনবেন না। দয়া করে যথাযথ প্রস্তাব নিয়ে আলোচনা বসুক কেন্দ্র।'
এ বিষয়ে অপর কৃষক নেতা শিবকুমার কাক্কা বলেন, 'কেন্দ্রের উচিৎ নিজেদের জেদ ছেড়ে আলোচনার রাস্তা তৈরি করা।' কিষাণ মোর্চার সদস্য যোগেন্দ্র যাদব বলেন, 'কৃষক সংগঠনগুলো আলোচনার জন্য তৈরি। কিন্তু কেন্দ্রকে এর জন্য মুক্তমনা হতে হবে।'
কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন ২৯ দিনে পড়ল। দিল্লির সীমান্তে আন্দোলনে সামিল হয়েছেন প্রায় হাজারের বেশি কৃষক। আন্দোলনে সামিল হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কৃষকের।