তুঙ্গে 'রবি-রাজনীতি', মমতার পর আজ বিশ্বভারতীতে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী!
আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশ্বভারতীর ঐতিহাসিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী৷ এর আগে ২০ ডিসেম্বর শান্তিনিকেতন ঘুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী
বেলা ১১টায় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গতকাল এই কথা নিজেও টুইট করে জানান তিনি৷ এছাড়াও বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ এদিকে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে রোড-শো করার কথা।

তুঙ্গে রবি-রাজনীতি
বিশ্বভারতী দেশের সবচেয়ে পুরোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে যা স্থাপন করেন৷ ১৯৫১ সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যলয়ের মর্যাদা দেওয়া হয়৷ আজকের বিশ্বভারতীর ঐতিহাসিক শতবর্ষ অনুষ্ঠান তথা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি দেখা যাবে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে৷ এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি করে বাংলার মন জয় করতে চাইবেন প্রধানমন্ত্রী

বাংলাকে গুজরাত হতে দেবেন না
এদিকে বুধবার বাংলা সংগীত মেলার উদ্বোধন করতে বিশ্বভারতীতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা আবেদন করেছিলেন, বাংলাকে গুজরাত হতে দেবেন না৷ উল্লেখ্য, এর আগে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন। একই কথা শোনা গিয়েছে অন্য বিজেপি নেতাদের গলাতেও।

বাংলার নামে বদনাম করার চেষ্টা
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যতই বাংলার নামে বদনাম করার চেষ্টা করুক, কিন্তু এমন দিন আসবে যখন বাংলাকে সারা বিশ্ব স্যালুট করবে৷ বাংলাকে গুজরাত হতে দেব না৷' একই সঙ্গে তাঁর সংযোজন,'জাতীয় সংগীত, জাতীয় স্তোত্র, জয়হিন্দ স্লোগান বাংলা থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে৷'