• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

১ টাকার ক্যান্টিন শুরু ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের

  • |

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি থেকে লাগাতার গ্যাসের দামে উত্তরণ! যার ফলে মধ্যবিত্তের পকেটে টান। করোনার অর্থনৈতিক ধাক্কার বাজারে নিম্ন মধ্যবিত্তদের আরও সংকটের পরিস্থিতি। এর মাঝেই এবার দুস্থ মানুষদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন ভারতের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার।

১ টাকার ক্যান্টিন

১ টাকার ক্যান্টিন

পূর্ব দিল্লির সংসদ গৌতম গম্ভীরের উদ্যোগে রাজধানীতি শুরু হল ১ টাকার ক্যান্টিন। বিজেপি সংসদ বৃহস্পতিবার নিজের লোকসভা এলাকার অন্তর্গত গান্ধীনগর মার্কেটে গরীর মানুষদের খাওয়ানোর জন্যে ১ টাকার ক্যান্টিনের শুভ সূচনা করেন।

জন রসোই ক্যান্টিন

জন রসোই ক্যান্টিন

গরীবদের জন্য তৈরি এক ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে 'জন রসোই'। পূর্ব দিল্লির সাংসদ আরও জানিয়েছেন আগামী দিনে পূর্ব দিল্লিতে আরও পাঁচ থেকে ছটি ক্যান্টিন খোলার পরিকল্পনা রয়েছে। পূর্ব দিল্লির ময়ূর বিহার জেলায় আগামী ক্যান্টিন তৈরি হবে।

দিনে কত জনকে খাওয়ানো হবে

দিনে কত জনকে খাওয়ানো হবে

ভারতের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, প্রতিদিন ৫০০ জন লোক 'জন রসোই'-এর সেবা পাবেন। একবার নয়, চাইলে দ্বিতীয়বারও এই ক্যান্টিনে পেট ভরে খেতে দেওয়া হবে।

দূরত্ববিধি নিয়ে ভাবনা

দূরত্ববিধি নিয়ে ভাবনা

বৃহস্পতিবার গান্ধীনগর এলাকা থেকে শুরু হওয়া এই 'জন রাসোই'-এ স্বাস্থ্যবিধি মানার দিকেও জোর দেওয়া হচ্ছে। এই নিয়ে গম্ভীর আরও বলেন, 'দীর্ঘ লাইন হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখেই এখানে দূরত্ববিধি কীভাবে মেনে চলা হবে, সেই নিয়ে পৃথক পরিকল্পনা তৈরি করা হয়েছে।' ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে রাজনীতিতে আসার পর এই প্রথমবার নয়, এর আগেও সমাজের নানা কাজে গম্ভীর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

ছবি সৌজন্যে গৌতম গম্ভীরের টুইটার

মেলবোর্নে কতটা শক্ত ভারতের ভিত? টেস্টে জয়ের নিরিখে এগিয়ে কোন দল?

English summary
World Cup winning Former Cricketer Gautam Gambhir inaugurates 'Jan Rasoi' canteen to feed for 1 Rs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X