কলকাতা: বিধানসভা ভোটের ঠিক আগে সিঙ্গুরে শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর স্টেশনের কাছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সিঙ্গুরে শিল্প গড়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ।’’ বিধানসভা ভোটের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরে শিল্প গড়ার এই ঘোষণা রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ২০১১ সালে মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসা অনেকটাই সহজ হয়ে যায় সিঙ্গুরের কৃষি আন্দোলনে ‘সাফল্য’-এর উপর ভিত্তি করে। পরবর্তীকালে এই সিঙ্গুর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ শানিয়ে গিয়েছে বিরোধীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক আন্দোলনের জেরেই সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটারা। নব্বই ভাগ কাজ হয়ে যাওয়া টাটা ন্যানো কারখানা বাংলা ছেড়ে গুজরাতের সানন্দে পাড়ি দেয়। টাটা বিদায়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প-বিরোধী তকমা দিয়ে চলেছে বিরোধীরা।

একুশের ভোটের আগে বিরোধীদের জবাব মমতার। বৃহস্পতিবার সিঙ্গুরে শিল্প গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৌরি হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সিঙ্গুর স্টেশনের কাছে ১১ একর জমিতে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। ইন্ডাস্ট্রিয়াল পার্কে লগ্নি করতে ইচ্ছুক শিল্পপতিদের ১০-৩০ কাটার প্লট দেওয়া হবে। শিল্পপতিদের সুবিথার্থে বড় প্লটও রাখছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে সিঙ্গুরে ফুটেছে পদ্ম। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চেয়ে প্রায় সাড়ে ১০ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি। টাটা প্রকল্প লাগোয়া এলাকাগুলিতেও সাংগঠনিক শক্তি বাড়িয়েছে বিজেপি। গ্রামের পর গ্রামে উড়ছে গেরুয়া পতাকা।

সিঙ্গুর ঘুরে-ঘুরে বিজেপি নেতারা বলছেন, একুশের ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই সিঙ্গুরে শিল্প গড়ে তোলা হবে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই বলে আসছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই সিঙ্গুরে শিল্প গড়ে তোলা হবে।

বিধানসভা ভোটের আগেই এবার সিঙ্গুরে শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে সিঙ্গুরে শিল্প গড়ার ঘোষণার মধ্য দিয়ে এবার বিরোধীদের পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।