'ভুল সিদ্ধান্ত নিইনি, জনগনের সিলমোহর পেলাম', শুভেন্দুর রোড শোয়ে গেরুয়া স্রোতে ভাসল কাঁথি
তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে একেবারে বিরুদ্ধ দলে যোগ দান। সহজ ছিল না সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্তই নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সকলকে চমকে গিয়েই বিজেপিতে যোগদান করেন তিনি। এই দল বদলের সিদ্ধান্ত যে ভুল ছিল না। কাঁথির রোড শোয়ে বিপুল জনসমাগমে অনেকটাই স্বস্তি দিয়েছে শুভেন্দুকে। তাই কাঁথির সভা থেকে অকপটেই তিনি বললেন দলবদলের সিদ্ধান্ত যে ভুল ছিল না এই বিবুল জনসমর্থন তাতে সিলমোহর দিল।

অধিকারী গড় কাঁথি
গত ২১ বছর ধরে কাঁথি, নন্দীগ্রামকে নিজেদের গড়ে পরিণত করে ফেলেছেন অধিকারীরা। দুই প্রজন্মের লড়াই রাজনীতিতে। বাবা শিশির অধিকারী সাংসদ। ছেলে শুভেন্দুও ছিলেন সাংসদ, বিধায়ক রাজ্যের মন্ত্রী। আরেক ছেলে দিব্যেন্দু অধিকারীও সাংসদ। একাধিক পদ রয়েছে একই পরিবারের। সেই কাঁথিতেই এখন বইছে রং বদলের হাওয়া। অধিকারী গড়ের রাজপুত্র নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। কাঁথির ভূমিপুত্রকে দলে আনতে দিল্লি থেকে মেদিনীপুরে উড়ে আসতে হয়েছিল বিজেপির চাণক্যকে। এক্ষমতা মুকুল রায়ও দেখাতে পারেননি।

সিলমোহর দিল জনজোয়ার
বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুর জনসমর্থন নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু বৃহস্পতিবারে শুভেন্দুর রোড শো এবং সভা সেই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এদিন সবুজ কাঁথিকে ঢেকে ফেলেছিল গেরুয়া। বিপুল জনসমাগমে এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল কাঁথি শহর। প্রায় ৩ ঘণ্টা ধরে চলেছে শুভেন্দুর রোড শো। জনতার ভিড়ে গাড়ি নড়ছিল না। সভাস্থলে পৌঁছতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগে যায়। সভাতেও লোক দাঁড়ানোর জায়গা ছিল না। এতোটাই ভিড়। এক সভাতেই শুভেন্দু বুঝিয়ে দিয়েছেন তাঁর জনপ্রিয়তায় এক ইঞ্চিও ফাটল ধরাতে পারেই তাঁর সিদ্ধান্ত।

শুভেন্দু কাঁটা তৃণমূলে
এদিক কাঁথির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বুঝিয়ে দিয়েছেন অধিকারী পরিবাের জন্যই তৃণমূল প্রথম হতে পেরেছে মেদিনীপুরে। এবার আবার দ্বিতীয় হবে। নন্দীগ্রামে সভা করেও কিছু করতে পারবেন না মমতা। কারণ একমাত্র অধিকারী পরিবারই মাঠে-ঘাটে খেটে তৃণমূলকে জায়গা করে দিয়েছিল মেদিনীপুরে। এখন শুভেন্দু কাঁটা ফুটেছে তৃণমূলের পায়ে। সেকারণে বারবার নেতারা মরিয়া হয়ে ছুটে আসছেন মেদিনীপুরে। ২০১১ সালের পর তাঁদের দেখা যায়নি। পুলিসি নিরাপত্তা নিয়ে তাঁরা আসতেন বক্তৃতা দিয়ে চলে যেতেন।

পুলিসকে হুঁশিয়ারি শুভেন্দুর
পুলিসকে ফের আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথমেই পুলিসকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন আগে দলদাস ছিল এখন ক্রীতদাস হয়েছে। বিজেপি সরকার এসে সকলকে ১০ বছরের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে। এর আগে একাধিক বিজেপি নেতা পুলিসকে আক্রমণ করেছে। পুলিস শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে। জেপি নাড্ডা রাজ্যে এসে অভিযোগ করেছিলেন পুলিসের রাজনীতিকরণ হয়েছে। গণতন্ত্রের পক্ষে যা ভয়ঙ্কর।
ছবি সৌজন্য:ফেসবুক/ শুভেন্দু অধিকারী
'এটা স্রেফ ট্রেলার, সিনেমা এখনও বাকি', আক্রমণের ঝাঁঝ বদলে তৃণমূলের কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর