২৪ ঘন্টায় সারা দেশে আগের তুলনায় বাড়ল সংক্রমণ! মৃত্যুতে প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় বাংলা
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০১, ২৪, ০২৪ -তে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪, ৭১২ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ২৩, ৯৫০। মৃত্যু হয়েছে ৩১২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৬, ৭৫৬ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৬, ৯৩, ১৭৩ জন।
তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের দাপট! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

ভারতে আক্রান্ত ১,০১, ২৪, ০২৪
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০১, ২৪, ০২৪ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ৮৩, ৮৪৯। সারা দেশে শেষবার আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল ২৮ নভেম্বর।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯৬, ৯৩, ১৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯, ৭৯১ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫. ৭৫ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৬, ১৬৯। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬২, ৮০৩। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৮৯৩ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৯১৩। ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৯৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৬২০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ১৬২৮ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, সুস্থ হয়েছেন ২১৫৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ছত্তিশগড়। সেখানে ১৩৩৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫৬৬ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে দ্বিতীয়স্থানে। তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মাত্র ৮৭১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৫৮৫ জন।

২৪ ঘন্টায় ১০, ৩৯, ৬৪৫ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৩৯, ৬৪৫ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৯, ০৫৭, ১৮৫ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৭৩৭, ৭৪৮ জনের। সুস্থ হয়েছেন ৫৫, ৬৪৮, ৪৪৭ জন। করোনার নতুন স্ট্রেন বি ১১৭-এর আবিষ্কার হওয়ার পর থেকেই ব্রিটেনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডে কড়া লকডাউন পালনের জন্য নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ব্রিটেনের তরফ থেকেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।