বাংলাতেই থেমে নেই! ভোটের আগে দলবদলের ঝড় তুলতে অসম সফরে কবে যাচ্ছেন অমিত শাহ
শুধু বাংলা নয় , ২০২১ সালে ভোট রয়েছে অসমেও। আর সেখানেও বাংলার মতোই বিরোধীদের তরফে একাধিক হেভিওয়েটদের বিজেপিতে যোগের খবর রয়েছে। এমন এক পরিস্থিতিতে ২০২১ জানুয়ারিতে বাংলা সফরের পরই অসমে যাচ্ছেন চাণক্য অমিত শাহ।

বিরোধী নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন!
অসমে বিজেপির দায়িত্বে রয়েছেন ওড়িশার তাবড় নেতা বৈজয়ন্ত পাণ্ডা। তিনি সাউ জানিয়েছেন, বাংলার মতোই এবার বিরোধীদলের বহু নেতারাই অসম বিজেপিতে যোগদান করতে পারেন। ইতিমধ্যেই তাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর।

অসমে যাচ্ছেন চাণক্য!
এদিকে, বাংলা সফরের পরই অসমে যাচ্ছেন অমিত শাহ। জানা গিয়েছে রাজ্যে ১২ জানুয়ারি ফের আসছেন অমিত শাহ। এদিকে এরপরই তিনি অসমে যেতে পারেন বলে জানিয়েছেন বৈজয়ন্ত পাণ্ডা।

অসমে দলবদলের হাওয়া!
বৈজয়ন্ত পাণ্ডা জানিয়েছেন, অসমে কংগ্রেসের একাধিক হেভিওয়েট বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে বাংলায় যে চিত্র দেখা গিয়েছে গত কয়েকদিনে, অসমেও সেই ছবি দেখা যাবে বলে দাবি করছেন বৈজয়ন্ত।

গড় ধরে রাখার লড়াই
বাংলায় যেমন বিজেপির সামনে মসনদ ধরে রাখার লড়াই রয়েছে, তেমনই অসমে বিজেপির সামনে গড় ধরে রাখার লড়াই। এদিকে, জানা গিয়েছে, অমিত শাহের অসমের সভার আগে বিজেপি ২৫ ডিসেম্বর সুশাসন দিবস পালন করবে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে। এরপরই অসমে পা রাখবেন চাণক্য।