শুভেন্দুর হাত ধরে তৃণমূলে আসা মৌসম শুভেন্দুকে দিলেন কোন চ্যালেঞ্জ! 'মীরজাফর'কে বড় বার্তা ঘাসফুল শিবিরের
বহু ঝড়ের পর ধীরে ধীরে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরছে তৃণমূলের অন্দরে। মাঝে শুভেন্দুর দল বিরোধী ক্ষোভ প্রকাশ পেতেই, তাঁর ঘনিষ্ঠমহলে থাকা নেতা নেত্রীদের দলবদলের প্রশ্নে জল্পনা চড়তে থাকে বাংলার রাজনৈতিক মহলে। এককালে শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে গনিখান পরিবারের মৌসম নূর যোগ দিয়েছিলেন তৃণমূলে। এদিন সেই মৌসমই মালদার মেগা শো থেকে শুভেন্দুকে জানিয়ে রাখলেন বড়া বার্তা মহা মিছিলে অনবরত, শুভেন্দুর বিরুদ্ধে 'গাদ্দার', 'মীরজাফর' স্লোগান ওঠে। সেই রেশ ধরেই মৌসমের বড় বার্তা।

মৌসমের চ্যালেঞ্জ শুভেন্দুকে
মঙ্গলবারের হাইভোল্টেজ বৈঠকের পর এদিন মালদা শহরের কলেজ মাঠে মৌসমের মেগা শো ছিল। যে শো কার্যত শুভেন্দু বিরোধিতা ঘিরে লাইমলাইট কেড়েছে। শুভেন্দুকে নাম না করে এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে কার্যত মৌসম বলেন, 'আজকের মহা মিছিল প্রমাণ করেছে যে আগামী দিনে মালদায় বিধানসভা নির্বাচনে সবকটি আসন তৃণমূলের দখলে থাকবে।'

জল মাপতে শুরু করল তৃণমূল
মালদায় এককালে দলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু তৃণমূল ত্যাগের পর তাঁর ঘনিষ্ঠদের জল মাপতে কার্যত শুরু করেছে ঘাসফুল শিবির। মালদায় মঙ্গলবার তৃণমূলের কার্যালয়ে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন মৌসম নূর। আর সেখান থেকে ই তাঁর সাফ বার্তা তৃণমূলের নেতা নেত্রীরা এককাট্টা রয়েছেন।

সাবিত্রী থেকে কৃষ্ণেন্দুদের নিয়ে জল্পনা ছিল!
এদিকে, মৌসমের এই বৈঠকের মাঝেই বেরিয়ে যান উত্তরবঙ্গের তাবড় তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। বৈঠকে উপস্থিত ছিলেন না জেলা কোঅর্ডিনেটার দুলাল সরকার ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্জদু নারায়ণ চৌধুরী। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন স্পষ্ট বার্তা দেন যে, তৃণমূলে থেকে যাঁরা অন্য দলে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, তাঁদের চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে।

বুধবার শুভেন্দুর প্রতি মৌসমের জোর বার্তা
এদিকে বুধবার মৌসম সাফ জানান, 'আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি। বেশ কিছু সুবিধাবাদী নেতা নেত্রী আছেন, যাঁরা সুযোগ বুঝে অন্য দলে ঝাঁপ মারেন। এরকম নেতা নেত্রীদের আমাদের দরকার নেই। '

একসঙ্গে সাবিত্রী থেকে কৃষেন্দু, মৌসম !
এদকে এদিনের মহামাছিলে একসঙ্গে দেখা গেল মৌসম নূর থেকে সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীদের।
মৌসম বলেন, 'অনেকেই বলেছিলেন মালদায় নাকি তৃণমূলের অন্দরে কোন্দল রয়েছে। কিন্তু আজকের মহামিছিল প্রমাণ করেছে আগামী দিলে মালদার সব আসন তৃণমূলই পাবে। '
রাজ্যে বিজেপি মাটি শক্ত করেছেন মমতা! দলের সংখ্যালঘু সেলের সমাবেশ থেকে বিস্ফোরক অধীর