• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুভেন্দু এখন গেরুয়া, শান্তিকুঞ্জের সামনে 'মীর জাফর' স্লোগান তুলে মিছিলে আস্ফালন তৃণমূলের

কয়েক দিনের মধ্যেি বদলে গিয়েছে কাঁথির রাজনৈতিক চরিত্র। এতোদিন যে বাড়িটি দেখে প্রণাম ঠুকে যেতেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই শান্তিকুঞ্জই এখন তৃণমূলের টার্গেট। শক্তি প্রদর্শনের মূল লক্ষ্যে চলেছে এই অধিকারী গড়ের রাজপুত্র শুভেন্দু অধিকারী। শান্তি কুঞ্জে এখন উড়ছে গেরুয়া পতাকা। তার সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় মীরজাফর, গদ্দার স্লোগান দিয়ে গেলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এককথায় কাঁথি থেকে অধিকারী পরিবারকে হঠাও অভিযানই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

শান্তিকুঞ্জের সামনে মীর জাফর স্লোগান

শান্তিকুঞ্জের সামনে মীর জাফর স্লোগান

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর হঠাৎ করে শুভেন্দু জনপ্রিয়তা অন্য স্রোতে বইতে শুরু করেছে। শুভেন্দুকে টার্গেট করেই শান্তিকুঞ্জের সামনে থেকে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে টার্গেট করেই কাঁথিতে শক্তি প্রদর্শনের লড়াইয়ে নেমেছে শাসক দল। তাই শান্তিকুঞ্জের সামনে মিছিল আসতেই দ্বিগুণ আস্ফালনে মীর জাফর, গদ্দার অধিকারী পরিবার হঠাও স্লোগান তুলেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

মিছিলে আস্ফালন তৃণমূলের

মিছিলে আস্ফালন তৃণমূলের

অখিল গিরি, সৌগত রায়, ফিরহাদ হাকিম একের পরল এক নেতার নেতৃত্বে চলেছে মিছিল। অধিকারী পরিবার ছাড়াও যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কতটা সেটা দেখানোই এখন বড় চ্যালেঞ্জ মমতার। সেটা প্রমাণ করতেই এই শক্তি প্রদর্শনের লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবং মিছিলে পাঠানো হয়েছে পরিকল্পিত ভাবেই সৌগত রায় ও ফিরহাদ হাকিমকে। প্রসঙ্গত উল্লেখ্য সৌগত রায়ের সঙ্গেই প্রথম থেকে কথা বলেছিলেন শুভেন্দু এবং দলের সঙ্গে দূরত্ব ঘোচাতে একমাত্র সৌগত রায়ই চেষ্টা চালিয়েছিলেন। তাই শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছিলেন সৌগত রায়।

মমতা বনাম শুভেন্দু

মমতা বনাম শুভেন্দু

মমতা না শুভেন্দু কে আগে সেটা প্রমাণ করতেই মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই কাঁথি শহরের চেহারাটাই আজ বদলে গিয়েছে। রীতিমতো স্নায়ুযুদ্ধ চলছে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। সেকারণেই অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই এই সভা ও মিছিলের আয়োজন। কাঁথির এই সভা থেকে অধিকারী পরিবারকে বার্তা েদওয়ার চেষ্টা করেছেন মমতা। কাঁথির অলিতে, গলিতে বাড়ির ছাদ থেকে তৃণমূলের মিছিল ও স্লোগান উঠেছে।

কাল শুভেন্দুর মিছিল

কাল শুভেন্দুর মিছিল

আগামিকাল এই কাঁথিতেই সভা করবেন শুভেন্দু অধিকারী। তবে হাতে থাকবে বিজেপির পতাকা। কাজেই শুভেন্দুর কাছেও সেটা বড় পরীক্ষা হতে চলেছে শুভেন্দুর। তৃণমূলের জনজোয়ারকে ছাপিয়ে যাওয়ার যে মরিয়া চেষ্টা চালাবে শুভেন্দু অধিকারী তার ছক কষা শুরু করে দিয়েছে বিজেপি। কারণ সেই শুভেন্দুর সেই মিছিল থেকেই মমতাকে বার্তা দেবেন।

ফের কৃষকদের সঙ্গে কথা মমতার, সিঙ্ঘু সীমানায় তৃণমূল নেত্রীর দূত হয়ে গেলেন ৫ সাংসদ

English summary
TMC Rallya at Kantai infront of Suvendu Adhikari house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X