ফিরে দেখা ২০২০ : টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট নেওয়া ৫ বোলারের তালিকায় ভারতের ১
শেষ হতে চলা ২০২০-তে করোনা ভাইরাসের আবহে দুর্দান্ত কিছু টি-টোয়েন্টি মোকাবিলা দেখেছে ক্রিকেট বিশ্ব। একই সঙ্গে বোলারদের ঝকঝকে পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। তারই প্রেক্ষিতে চলতি বছরে এই ফর্ম্যাটে সবচয়ে বেশি উইকেট নিয়েছেন কোন কোন বোলার, তা দেখে নেওয়া যাক। প্রথম পাঁচ বোলারের তালিকায় রয়েছেন এক ভারতীয়ও।
|
সিয়াজরুল ইদ্রুস
২০২০ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের তালিকার সর্বশেষ স্থানে অবস্থান করছেন মালেশিয়ার সিয়াজরুল ইদ্রুস। ডান হাতি মিডিয়াম পেসার দেশের হয়ে আটটি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন। সিয়াজরুলের বোলিং ইকোনমি রেট ৬.৯২।

শার্দুল ঠাকুর
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। চলতি বছর টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার জার্সিতে তিনি ৯টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। ১৫টি উইকেট হাসিল করেছেন ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে পাঁচ উইকেট নেন শার্দুল।
|
আফতাব হুসেন
হংকং-এর বাঁ-হাতি স্পিনার আফতাব হুসেন দেশের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। ৬.৬১ ইকোনমি রেট সহ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আফতাব।

হারিস রউফ
২০২০ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের হারিস রউফ। শেষ হতে চলা বছরে দেশের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হারিস। ১৬টি উইকেট গিয়েছে পাক ফাস্ট বোলারের ঝুলিতে।

লুঙ্গি এনগিদি
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি ২০২০ সালে টি-টোয়েন্টিতে ১৭টি উইকেট পেয়েছেন। তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন তিনিই। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ থেকে ৪ উইকেট নেন লুঙ্গি।