একুশের বাংলার নির্বাচনের আগে আসাদউদ্দিন কোন ইস্যুতে সরব! পাল্লা হেলছে কোনদিকে
বাংলা সহ ৪ রাজ্যের ভোটের আগে কোমর কষতে শুরু করেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। বিহার ভোটের পর থেকে এআইএমআইএমের প্রবল সাফল্য রীতিমতো জাতীয় রাজনীতিতে তাদের প্রাসঙ্গিক করে তুলেছে। এদিকে, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে আসাদউদ্দিন ভোটের আগে সদর্পে পা ফেলার পূর্বেই সরব হয়েছেন চেনা ভোট অঙ্কের ইস্যুতে।

বাংলার ভোট ও আসাদউদ্দিন
বাংলায় একটা বড় অংশের মুসলিম ভোটকে নিজের দিকে টানতে এবার ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট ময়দানে নামছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। জানা যাচ্ছে, কয়েক দিন বাদেই রাজ্যে পা রাখবেন আসাদ। সেই সময় রেইকি করবেন বাংলায় তাঁর ভোটের পিচের। ২৪ পরগনা, দিনাজপুর, মালদা , মুর্শিদাবাদ সহ ২৩ জেলা তিনি সফর করবেন বলে খবর। এরপরই ২০১৯৪ আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ৭০ আসনে প্রার্থী দেবেন আসাদউদ্দিন।

বাংলার ভোট ও আসাদউদ্দিন
বাংলায় একটা বড় অংশের মুসলিম ভোটকে নিজের দিকে টানতে এবার ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট ময়দানে নামছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। জানা যাচ্ছে, কয়েক দিন বাদেই রাজ্যে পা রাখবেন আসাদ। সেই সময় রেইকি করবেন বাংলায় তাঁর ভোটের পিচের। ২৪ পরগনা, দিনাজপুর, মালদা , মুর্শিদাবাদ সহ ২৩ জেলা তিনি সফর করবেন বলে খবর। এরপরই ২০১৯৪ আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ৭০ আসনে প্রার্থী দেবেন আসাদউদ্দিন।

তামিলনাড়ুতেও গড় পোক্ত করছে মিম
এদিকে ২০২১ সালে শুধু বাংলার ভোট নয়, রয়েছে তামিলনাড়ুতেও বিধানসভা ভোট। সেখানে নিজের জমি পোক্ত করতে এবার কমল হাসানের সঙ্গে এআইএমআইএম হাাত মেলাতে পারে বলে খবর। সেই রাজ্যেও ২৫ এর আশপাশে আসনে প্রার্থী দিতে পারে আসাদ বাহিনী।

ভোটের আগে আসাদ বাহিনী কোন ইস্যুতে সোচ্চার?
এদিকে, দেশে আদমসুমারীর আগে আসাদ বাহিনী এনআরসি ও সিএএ নিয়ে সরব। এদিন একটি টুইটে তিনি লেখেন, 'এনআরসি+ সিএএ মানে ভারতীয় মুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব পাচ্ছেন। ' ফলে স্বভাবতই ভোটের আগে তিনি মুসলিম ভোটব্যাঙ্ক টার্গেট করে যে সরব হতে শুরু করেছেন, তা বলাই বাহুল্য। যা বাংলা ও তামিলনাড়ু দুই রাজ্যেই কার্যকর হতে পারে বলে মনে করছে একাংশের মানুষ।

আসাদের টুইট
এদিন আসাদউদ্দিন ওয়েইসি টুইটে লেখেন, আদমসুমারী হোক, তবে দেশের এনপিআর নয়। তাঁর দাবি এনপিআর মূলত, এনআরসির প্রথম ধাপ। ফলে এই টুইট থেকেই তিনি ইঙ্গিত দিয়ে দেন, আগামী দিনে এনপিআর নিয়ে তিনি সরব হতে চলেছেন। এক নিউজ রিপোর্টের প্রেক্ষাপটে এদিন এমন টুইট করেন আসাদউদ্দিন ওয়েইসি।
তৃণমূলকে তাড়াতে ভ্যাকসিন তৈরি! ধান বিক্রিতেও কাটমানি, বিস্ফোরক দিলীপ ঘোষ