রথী-মহারথীদের হারিয়ে টি-টোয়েন্টিতে নজির তরুণ ওয়াশিংটনের, চাহারের অবনতি
জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য নজির গড়লেন ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়ার তরুণ স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি দিতে ভোলেনি আইসিসি। আর সেখানেই লুকিয়ে রয়েছে চমক। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইসিসি-র টি-টোয়েন্টি ক্রম তালিকা
আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার প্রথম দশে কোনও ভারতীয় বোলারের জায়গা হয়নি। ১২ নম্বর স্থানে রয়েছেন এক ভারতীয়। ৬১৪ রেটিং নিয়ে সেই স্থানে অবস্থান করছেন তরুণ ওয়াশিংটন সুন্দর। অর্থাৎ ভারতীয়দের সেরা টি-টোয়েন্টি বোলার হয়ে ২০২০ শেষ করলেন তামিলনাড়ুর স্পিনার।

সুন্দরের নয়া নজির
টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ভারতীয় বোলার হয়ে ২০১৯ সালও শেষ করেছিলেন ওয়াশিংটন সুন্দর। ৫৯৯ রেটিং নিয়ে ১৪তম স্থানে ছিলেন টিম ইন্ডিয়ার স্পিনার। অর্থাৎ পরপর দুই বছর সেরার শিরোপা ধরে রাখতে পেরেছেন সুন্দরও। বরং গত বছরের থেকে দুই ধাপ ওপরে উঠেছেন তিনি।

ভারতীয়দের মধ্যে কে কোথায়
ভারতীয়দের মধ্যে দ্বিতীয় এবং বিশ্ব টি-টোয়েন্টি তালিকার ১৯তম স্থানে অবস্থান করছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৫৯৩। ভারতীয়দের মধ্যে তৃতীয় এবং বিশ্ব ক্রম তালিকার ২৫তম স্থানে অবস্থান করা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের রেটিং ৫৫০।

অনেকটা নেমেছেন চাহার
২০১৯ সালের শেষে ৫৮১ রেটিং নিয়ে আইসিসি ক্রম তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন ফাস্ট বোলার দীপক চাহার। ২০২০ সালের শেষে তাঁর রেটিং কমে হয়েছে ৫৪১। ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে থাকা এই বোলার বিশ্ব ক্রমতালিকার ২৭তম স্থানে অবস্থান করছেন।