দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি! এনআইএর চাঞ্চল্যকর অভিযান
সাইপ্রাস থেকে প্রত্যাবর্ণ করা হয়েছে খালিস্তানি জঙ্গি গুরজিত সিং নিঝ্ঝরকে। আর সে এদিন দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই তাকে গ্রেফতার করে এনআইএ। জানা গিয়এছে, বহুদিন ধরেই সাইপ্রাসে গা ঢাকা দিয়ে ছিলেন গুরজিত সিং নিঝ্ঝর।

জানা গিয়েছে নিঝ্ঝরকে নিয়ে এরপর এনআইএ মুম্বইতে যাবে। সেখানে চলবে তদন্ত। গুরজিত নিঝ্ঝরের বিরুদ্ধে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। গত জানুয়ারি মাসের ১০ তারিখে এই গুরজিতের বিরুদ্ধে এনআইএ মামলা দায়ের করেছিল। তারপর থেকেই এই খালিস্তানি জঙ্গি এনআইএর স্ক্যানারে রয়েছে।
গুরজিতের গ্রেফতারির সঙ্গে তামিলনাড়ুর এক ইঞ্জিনিয়ারকের গ্রেফতারির যোগ রয়েছে বলে খবর। এই ই়ঞ্জিনিয়ার বহুদিন ধরে আইএস জঙ্গির হ্যান্ডেলার হিসাবে কাজ করেছিল। এই ইঞ্জিনিয়ারকে দোষী সাব্যবস্ত করার পর থেকেই গুরজিতের খোঁজ করেছে এনআইএ। ঘটনারসঙ্গে খালিস্তান পন্থী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গ্রুপের যোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে।