• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অধিনায়ক বিরাটের শূন্যতা পূরণ করবেন রাহানে, আশাবাদী ইশান্ত

  • |

ডনের দেশে অধিনায়ক রাহানে, কোহলির শূন্যতা পূরণ করবে। আশাবাদী ভারতীয় পেসার ইশান্ত শর্মা। আইপিএলের মাঝে পাওয়া চোটের কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি টেস্টে নেই। চোট থেকে সেরে উঠলেও প্রস্তুতি ম্যাচে না নেমেই তাঁকে পেইনদের বিরুদ্ধে খেলতে হত। তাই ইশান্তকে নিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নেয়নি।

রাহানের নেতৃত্বে ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ

রাহানের নেতৃত্বে ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ

ইশান্ত নেই, এরপর অ্যাডিলেডে হাত ভেঙে সিরিজ থেকে বাইরে শামি। অন্যদিকে বিরাট পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন। ফলে ভারতের সামনে এখন কঠিন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি।

অধিনায়ক রাহানের উপর আস্থা রাখছেন ইশান্ত

অধিনায়ক রাহানের উপর আস্থা রাখছেন ইশান্ত

আর এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়ক রাহানের উপর আস্থা রাখছেন ইশান্ত শর্মা। রাহানেকে নিয়ে ইশান্ত বলেন, 'অজিঙ্কের মধ্য়ে ক্যাপ্টেন্সির দারুণ গুণ রয়েছে। আসলে অজিঙ্ক বোলার্স ক্যাপ্টেন। যার অর্থ বোলারদের ও দারুণ স্বাধীনতা দেয়। '

রাহানেকে নিয়ে ইশান্ত কী বললেন

রাহানেকে নিয়ে ইশান্ত কী বললেন

ইশান্ত আরও জুড়েছেন, 'বিরাটের অনুপস্থিতিতে যখনই অজিঙ্ক দলের নেতৃত্ব নিয়েছে, ও বোলারদের উপর ওর ভাবনা কখনও চাপিয়ে দেয়নি। অধিনায়ক হিসেবে ও কী চায়, সেটা বোলারকে স্পষ্ট বুঝিয়ে দেয়। এরপর বোলার তাঁর পছন্দ মতো ফিল্ডিং সাজানোর স্বাধীনতা পায়।'

অধিনায়ক রাহানের প্রশংসায় ইশান্ত

অধিনায়ক রাহানের প্রশংসায় ইশান্ত

অধিনায়ক রাহানের প্রশংসায় ইশান্ত আরও বলেন, 'ক্রিকেটার হিসেবে মাঠে রাহানে যেমন শান্ত, অধিনায়ক হিসেবে ও আরও শান্ত হয়ে যায়। তবে গুরুগম্ভীর নয়, অজিঙ্ক ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিও করে। চাপের মুহূর্তে দলের ক্রিকেটারদের মধ্য়ে অজিঙ্ক ওর শান্ত থাকার এনার্জি ছড়িয়ে দেয়। টেস্ট সিরিজ অজিঙ্কের সাফল্য নিয়ে আশাবাদী।'

অজিঙ্ককে নিয়ে বিরাট-গাভাসকররাও আশাবাদী

অজিঙ্ককে নিয়ে বিরাট-গাভাসকররাও আশাবাদী

প্রসঙ্গত শুধু ইশান্তই নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকররাও অজিভূমে অজিঙ্ক রাহানের নেতৃত্ব ভারত সিরিজে ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন।

English summary
India vs Aus test: Ishant Sharma expects 'bowler's captain' rahane to fill Virat Kohli's void
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X