আন্তর্জাতিক সীমান্ত পারাপারে ডিজিটাল কোভিড সার্টিফিকেট, নয়া নজির সিঙ্গাপুরের বাসিন্দার
করোনার নতুন স্ট্রেনের আগমনে ইতিমধ্যেই ফের লকডাউন জারি হয়েছে ব্রিটেন সহ একাধিক দেশে। বন্ধ হয়েছে আন্তর্জাতিক উড়ান। এরই মধ্যে ডিজিটাল কোভিড স্বাস্থ্য শংসাপত্র ব্যবহার করে নজির গড়লেন এক যাত্রী। আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর মতে, এওকে পাস ব্যবহার করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৬৩৭ বিমানে জাপান থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছেন ওই যাত্রী।

প্রথম ব্যবহার ডিজিটাল কোভিড সার্টিফিকেটের
আইসিসির বিবৃতি অনুযায়ী, এই প্রথম ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করে দেশে ফিরলেন কোনও নাগরিক। আইসিসির তরফে আরও জানান হয়েছে, ওই যাত্রীর মত অন্যান্য নাগরিকরাও মালয়েশিয়া-ইন্দোনেশিয়া থেকে ফেরার সময়ে আইসিসির এওকে ডিজিটাল পাস ব্যবহার করে সিঙ্গাপুর অভিবাসন দফতরে নিজেদের কোভিড-স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যাচাই করতে পারবে।

স্বাস্থ্য যাচাইয়ের জন্য নয়া অ্যাপ
আইসিসির সেক্রেটারি জেনারেল জন ডেন্টন জানিয়েছেন, "ব্রিটেনে নতুন স্ট্রেন ছড়ানোর কারণেই যাতায়াতের আগে যাত্রীদের করোনা পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ফলে কোভিড-স্বাস্থ্য যাচাইয়ের জন্য ডিজিটাল এই অ্যাপের দরকার হয়। তাই এই নব পন্থার সূচনা।" তাঁর মতে, আন্তর্জাতিক সীমান্ত পারাপারের ক্ষেত্রে করোনা সংক্রমণ রুখতে যাতায়াতের আগে করোনা পরীক্ষাই একমাত্র পন্থা।

কোভিড-তথ্যের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ?
এওকে পাসের শ্রষ্টা ডঃ চেষ্টার ড্রাম জানিয়েছেন, "স্বাস্থ্য নথি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সাধারণ ব্যবস্থার প্রয়োজন ছিল। আর তখনই মাথায় আসে ডিজিটাল কোভিড-স্বাস্থ্য সার্টিফিকেটের কথা। আর সেই ভাবনা থেকেই গোটা কাজের বাস্তবায়ন।" সুরক্ষার প্রশ্ন উঠলে চেষ্টার জানান, অনলাইন-ভিত্তিক সার্টিফিকেটের ক্ষেত্রে যাত্রীদের কোভিড-স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখাও একইরকম প্রয়োজনীয়। তাই সেদিকেও সমানভাবে নজর দেওয়া হচ্ছে।

করোনা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কিউআর কোড চিনে
এদিকে করোনা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আরোপের পথে এগোচ্ছে চিনও। সম্প্রতি করোনা-স্বাস্থ্য নির্ধারণের জন্য চিনপ্রধান শি-জিনপিং 'কিউআর কোড'-র কথা উল্লেখ করেছেন। গত নভেম্বরের জি-২০ সামিটেই এ বিষয়ে আন্তর্জাতিক ছাড়পত্রের কথা তুলেছিলেন জিনপিং। যদিও সে বিষয়ে অন্তত চিনের সঙ্গে আলোচনায় কোন দেশ এগোবে, সে বিষয়ে ধন্ধ থেকেই যাচ্ছে।

বঞ্চিত বাংলার কৃষকরা! কৃষক দিবসে হিসেব দিয়ে মমতাকে আর কী বললেন ধনখড়