ফিরে দেখা ২০২০: বছরের প্রথম দিন প্রেম নিবেদন, লকডাউনে বিয়ে, ছেলেকে দুধ খাইয়ে বছর শেষ হার্দিকের
দরজায় কড়া নাড়ছে ২০২১। ২০২০-র বিদায়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ফিরে দেখা ২০২০তে ক্রিকেট নিয়ে এপিসোড তৈরি করলে, একদিকে যেমন ধোনির আন্তর্জাতিক অবসর, বিরাট কোহলির সেঞ্চুরিহীন থাকা,অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পঞ্চম আইপিএল ট্রফি জয় থাকবে, ঠিক তেমনি তাতে হার্দিক পান্ডিয়ার নামও থাকতেই হবে।

বছর শুরুতে বান্ধবীকে প্রোপোস হার্দিকের
২০২০ সালে বছরের প্রথম দিনই ক্রিকেটদুনিয়াকে চমকে দেন হার্দিক। বান্ধবী নাতাসা স্টানকোভিচকে,দুবাইয়ের সমুদ্রের মাঝে বিসালবহুল ইয়র্টে আংটি পড়িয়ে প্রেম নিবেদন করেন। বিরাট থেকে রাহুল, ভারতীয় ক্রিকেট দলের সতীর্থদের কাছেও বছরের শুরুতে হার্দিকের এই চমক নিয়ে কোনও ইঙ্গিত ছিল না।

লকডাউনের মাঝে বিয়ে
বিয়েতেও চমক! করোনা লকডাউনের মাঝে হার্দিক বান্ধবী নাতাসাকে কবে বিয়ে করলেন, সেই তথ্য কারুর কাছেই জানা ছিল না। শেষ পর্যন্ত নাতাসা সন্তানসম্ভবা, এই পোস্ট জানিয়ে জীবনের খুশির মুহূর্ত হার্দিক ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন। বাবা হতে চলার এই পোস্টেই, পারিবারিক রীতি মেনে বাড়িতেই নাতাসার সঙ্গে বিয়ে সেরে ফেরার ছবি পোস্ট করে হার্দিক চমক দেন।

জুলাইয়ে বাবা হন হার্দিক
৩০ জুলাই এরপর ফ্যানেদের সুখবর দেন হার্দিক। হার্দিকের স্ত্রী নাতাসা স্টানকোভিড পুত্র সন্তানের জন্ম দেন। দুই থেকে তিন হওয়ার কথা জানিয়ে ফ্যানেদের থেকে এই দম্পতি আর্শীবাদ চেয়ে নিয়েছিলেন।

আইপিএল জয়
পিঠের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর আইপিএল দিয়ে মেগা মঞ্চে ক্রিকেটে ফেরেন পান্ডিয়া, মুম্বইকে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকায় নেন তিনি।

অজিভূমে ঝেড়ো পারফর্ম্যান্স
বছর শেষে এরপর অজিভূমে ব্যাট হাতে বিধ্বংসী হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে ৯০ ও ৯২ রান হাঁকানোর পর দ্বিতীয় টি-২০তে ঝড়ো ৪২ রান হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতান। বছর ভর এভাবেই বারেবারে সংবাদ শিরোনামে থেকেছেন হার্দিক পান্ডিয়া।

ছেলেকে দুধ খাইয়ে বছর শেষ হার্দিকের
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এরপর বছর শেষেও খবরে থেকেছেন হার্দিক। দেশের হয়ে ক্রিকেট মাঠে দায়িত্ব পালনের পর, বাবার দায়িত্ব পালনে, ছেলেকে কোলে নিয়ে হার্দিককে দুধ খাওয়াতে দেখা যায়। মুহূর্তেই ছেলেকে কোলে নিয়ে হার্দিকের দুধ ধাওয়ানো এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।