• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাজীব জল ঢাললেন জল্পনায়, বিধানসভার অনুষ্ঠানে হাজির হয়ে দিলেন বিশেষ ‘বার্তা’

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলে যাঁকে নিয়ে সবথেকে বেশি জল্পনা হচ্ছে, তাঁর নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এবার কি তবে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতার দলের তরুণ তুর্কি নেতা কি শেষে শুভেন্দুর মতোই যোগ দেবেন বিজেপিতে?

জল্পনায় খানিক লাগাম, রাজীব বিধানসভার অনুষ্ঠানে

জল্পনায় খানিক লাগাম, রাজীব বিধানসভার অনুষ্ঠানে

রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা পারদ চড়েই চলেছে। মঙ্গলবার ক্যাবিনেটে বৈঠকে অনুপস্থিত থেকে রাজীব জল্পনার পারদ আরও বাড়িয়ে দিয়েছিলেন। তবে সেই জল্পনায় খানিক লাগাম টানলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন যোগ দিলেন বিধানসভার অনুষ্ঠানে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই তিনি শেয়ার করলেন অনুষ্ঠান মঞ্চ।

তৃণমূলে ‘বেসুরো’ রাজীব জল ঢাললেন জল্পনায়

তৃণমূলে ‘বেসুরো’ রাজীব জল ঢাললেন জল্পনায়

রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো বাজছেন বেশ কিছুদিন ধরেই। তিনি আক্ষেপ করেছিলেন, দলে স্তাবকরাই সামনের সারিতে বসে আছেন। এরপর নানা মঞ্চে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কলকাতা অবরুদ্ধ করার ডাক দিয়েছিলেন তিনি। সম্প্রতি ক্যাবিনেট বৈঠকেও উপস্থিত না থেকে যে জল্পনার জাল বুনেছিলেন তিনি, এদিনের অনুষ্ঠানে এসে তাতে জল ঢেলে দিলেন রাজীব।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়ও

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়ও

শুভেন্দুর বিজেপি-যাত্রার পর অমিত শাহের আগামী সফরে রাজীবের পদ্ম-যোগের যে জল্পনা শুরু হয়েছিল, সেখানে লাগাম টেনে দিয়েছেন রাজীব। ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত থাকার পর এদিন তিনি বিধানসভার অনুষ্ঠানে উপস্থিত থাকেন কি না তার দিকে নজর ছিল। তিনি বিধানসভার অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থেকে সেই জল্পনার নিবৃত্তি ঘটালেন।

অমিত শাহের হাওড়া সফরে রাজীবকে নিয়ে জল্পনা

অমিত শাহের হাওড়া সফরে রাজীবকে নিয়ে জল্পনা

উল্লেখ্য, রাজীব তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আর অন্যদিকে অমিত শাহ জানুয়ারি মাসে আবার আসছেন বঙ্গ সফরে। এবার তাঁর কর্মসূচির স্থান কলকাতার পাশাপাশি হাওড়ায়। হাওড়ায় অমিত শাহ সভা করতে পারেন বলে জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। রাজনৈতিক মহল মনে করছে, শুভেন্দু যেমন মেদিনীপুরের সভায় যোগ দিলেন বিজেপিতে, রাজীব তেমনই হাওড়ার সভায় যোগ দিতে পারেন। সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন রাজীব।

খুব তাড়াতাড়ি শেষ হবে আন্দোলন! কৃষকদের কাছে মোদীর 'বার্তা' পৌঁছালেন রাজনাথ

English summary
Rajib Banerjee stops speculation being appear in Assembly’s program with Partha Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X