• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোভিডের দ্বিতীয় স্ট্রেইনের মাঝেই তৃতীয়র উত্থান! আফ্রিকাই উৎস কী না, চলছে জল্পনা

  • |

করোনার একটি নতুন ধরন নিয়ে রীতিমতো চিন্তিত বিশ্ব। করোনার এই নতুন স্ট্রেইন এক সপ্তাহের মধ্যেই ধরা পড়তেই গোটা ব্রিটেনকে আতঙ্কে রেখেছে। ব্রিটেনে দ্বিতীয় নতুন স্চ্রেইন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন নচুন করে তৃতীয় স্ট্রেইন নিয়ে শুরু জল্পনা। এদিকে, এই স্ট্রেইনের খবর ছড়াতেই বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে বিমানপথে যোগাযোগ আপাতত স্থগিত রেখেছে।

কোভিডের নতুন স্ট্রেইনের উৎস কি আফ্রিকা! একাধিক ঘটনা ঘিরে জল্পনা

এমন এক পরিস্থিতিতে ব্রিটেন দেখেছে এই করোনার তৃতীয় স্ট্রেইন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। অন্তত স্ট্রেইন নিয়ে ব্রিটেনের প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠতে শুরু করেছে। দেখা গিয়েছে ব্রিটেনের বুকে যাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন , তাঁদের দেহেই বেশিরভাগ ক্ষেত্রে এই নতুন করোনা ভাইরাসের স্ট্রেইন দেখা গিয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়েছে, করোনায় সেদেশে একটি নতুন জেনেটিক মিউটেশন দেখা গিয়েছে। আর তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকাতে নতুন করে করোনার কেস বাড়ার তথ্যও উঠত শুরু করেছে।এদিকে, ব্রিটেনে ক্রমাগত দানবীয় কার নিচ্ছে করোনার নতুন স্ট্রেইন। সেদেশ জানিয়েছে, আগের থেকে ৭০ শতাংশ বেশি দ্রুততার সঙ্গে এই কোভিড স্ট্রেইন এ ছড়িয়ে পড়ছে। আর খুব সহজেই আক্রমণ শানিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ক্রমাগত লড়াই চালাচ্ছে ব্রিটেন।

English summary
Speculation on 2nd Coronavirus variant on, 3rd Covid strain from South Africa found in UK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X