• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তপসিলি জাতির পড়ুয়াদের উচ্চশিক্ষায় জোর! স্কলারশিপের বাজেট ৫ গুণ বাড়ল কেন্দ্র

  • |

বছর ঘুরতেই বেজে যাবে ভোটের বাদ্দি বাজতে চলেছে একাধিক রাজ্যে। এদিকে তার আগেই গোটা দেশের তপসিলি জাতির অনগ্রসর শ্রেণির মানুষের উন্নয়নে বড়সড় সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্র সরকারকে। সম্প্রতি এই বিষয়ে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে।

৫ গুণ বাড়ল স্কলারশিপের বাজেটের পরিমাণ

৫ গুণ বাড়ল স্কলারশিপের বাজেটের পরিমাণ

মূলত তপসিলি জাতির অন্তর্গত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার রাস্তা আরও প্রশস্ত করতেই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। আর সেই উদ্দেশ্যেই এই শ্রেণিৎ অন্তর্গত পড়ুয়াদের জন্য বরাদ্দ করা স্কলারশিপের বাজেটের পরিমাণও ৫ গুণ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি দীর্ঘদিন থেকেই এই বিষয়ে আলোচনা চলছিল বলেও খবর। অবশেষে মিলল সবুজ সংকেত।

কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্বে মোদী

কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্বে মোদী

এদিকে এই কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তপসিলি জাতির পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপের সুবিধা থাকলেও তার দ্বারা সরকারি ভাবে প্রদত্ত অর্থ পেতে দীর্ঘদিন থেকেই একাধিক সম্মুখীন হতে হত ছাত্রছাত্রীদের। তাই এই ক্ষেত্রেও বেশ কিছু সরলীকরণ করেছে কেন্দ্র। পাশাপাশি এখনও থেকে কোনও ঝুট-ঝামেলা ছাড়াই স্কলারশিপ খাতের টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বলেও জানানো হয়েছে কেন্দ্র তরফে।

 ৪০ শতাংশ অর্থ দেবে রাজ্য

৪০ শতাংশ অর্থ দেবে রাজ্য

অন্যদিকে এই স্কলারশিপের বাজেট সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থাওর চাঁদ গেহলট বলেন, " এই ক্ষেত্রে এখন থেকে রাজ্যের কাঁধেও কিছু বর্ধিত দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য মোট বাজেটের ৬০ শতাংশ অর্থ প্রদান করা হবে কেন্দ্রের তরফে। বাকি ৪০ শতাংশ অর্থ দিতে হবে রাজ্য সরকারগুলিকে। "

অন্যান্য বছরের থেকে কতটা বদলাচ্ছে সামগ্রিক চিত্র ?

অন্যান্য বছরের থেকে কতটা বদলাচ্ছে সামগ্রিক চিত্র ?

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের এই উদ্যেগের ফলে মাধ্যমিক পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে গোটা দেশে ৪ কোটি পড়ুয়া উপকৃত হবে বলেও জানাচ্ছে কেন্দ্র। আগামী ৫ বছরেই মিলবে এই সুবিধা। এই খাতে মোট বরাদ্দ করা হচ্ছে ৫৯,০৪৮ কোটি টাকা। যার ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র। বাকি দায়িত্ব রাজ্যগুলির। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭-১৮ অর্থবছর ও ২০১৯-২০ অর্থবছরে এই খাতে কেন্দ্রের বরাদ্দের পরিমাণ ছিল ১ হাজার ১০০ কোটির আশেপাশে।

করোনা টিকা প্রস্তুতিতে শূকরের মাংস! হালাল-হারাম বিতর্কের মাঝেই যুগান্তকারী সিদ্ধান্ত আরবের

কলকাতাঃ এজেসি বোস উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে আহত ২৪

English summary
Emphasis on higher education, Scholarship budget for Scheduled Caste students increased 5 times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X