পিতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগে 'সুখবর' পেলেন বিরাট
অ্যাডিলেড টেস্টের পর পিতৃত্বকালীন ছুটির কারণে দেশে ফিরছেন বিরাট। ইতিমধ্যে ডনের দেশ ছেড়ে ভারতের বিমানে ওঠার আগে দলের সঙ্গে বিশেষ বৈঠক করে কোহলি সতীর্থদের পেপটক দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সরকারিভাবে অজিঙ্ক রাহানের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন। দেশে ফেরার আগে এবার সুখবর পেলেন কোহলি।

কোন সুখবর পেলেন
নতুন বছরেই দুই থেকে তিন হচ্ছেন কোহলি। প্রেগনেন্সির শেষ পর্বে রয়েছেন অনুষ্কা। সেই কারণেই প্রথম সন্তান হওয়ার এই মুহূর্তে অনুষ্কার পাশে থাকতে চেয়েই ছুটি নিয়ে দেশে কোহলি। তবে এই সুখবর পেতে কোহলিকে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে নিজের ব়্যাঙ্কিং নিয়ে সুখবর পেলেন বিরাট।

বিরাটের জন্য সুখবর
টি ২০ ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠলেন কোহলি। ৮ থেকে ৭ নম্বরে উঠে এলেন। এই মুহূর্তে কোহলির রেটিং পয়েন্ট ৬৯৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে জ্বলে ওঠাতেই ব়্যাঙ্কিংয়ে এই উন্নতি।

অজিদের বিরুদ্ধে বিরাটের রান
অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে বিরাট ৮৫ রান হাঁকান। দ্বিতীয় টি২০তে ৪০ হাঁকিয়েছিলেন। যদিও এবছর তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাট একটিও সেঞ্চুরি পাননি।

শীর্ষে কে
টি-২০ ব্যাটসম্যানদের মধ্য়ে ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ডাউইড মালান এক নম্বরে রয়েছেন। ৮২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর আজম। ভারতের মধ্যে সবেচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। ৮১৬ পয়েন্ট নিয়ে রাহুল তৃতীয় স্থানে রয়েছেন।
ট্রাক্টর হাতে জৈব চাষ থেকে ছোট্ট পোস্টে অবসর! আইপিএলের ব্যর্থতা, ফিরে দেখা ধোনি ২০২০