মুম্বই: ভাঙন ধরেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিংএর মধ্যে। নিজেরা প্রকাশ্যে কিছু না বললেও তাঁদের সোশ্যাল মিডিয়া এই খবর স্পষ্ট করে দিয়েছে। ঠিক কী কারণে বিচ্ছেদ তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। আর সেই জল্পনা এবার বাড়িয়ে দিলেন খোদ রোশন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রহস্যময় পোস্ট করলেন অভিনেতা।
হঠাৎই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন রোশন। নিজের ও সুশান্তের ছবি পাশাপাশি রেখে ক্যাপশনে লিখলেন- নো ক্যাপশন। এই ছবি ঘিরেই তৈরি হয়েছে রহস্য।
হঠাৎ কেন সুশান্তের ছবি পোস্ট করলেন তিনি এবং কেনই বা তাঁর ছবির পাশে নিজের ছবি রাখলেন এই সব নিয়ে রহস্য দানা বাঁধছে। কেন প্রয়াত অভিনেতা তাঁর জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল তাও এখন বড় প্রশ্ন। তবে এই নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ। প্রথমেই মুম্বই পুলিশ জানিয়েছিলেন অভিনেতা অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন। দিন কয়েকের মধ্যে সুশান্তের অনুরাগী ও পরিবার দাবি করেন, অভিনেতাকে খুন করা হয়েছে। এই ঘটনায় বড় আকার নেয় বলিউডের মাদকযোগ।
মাদকযোগ থাকার জন্য সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিছুদিন আগেই দুজনে ছাড়া পায়। তবে সুশান্তের মৃত্যু নিয়ে বহু জলঘোলা হয়। এই ঘটনার তদন্ত করছে সিবিআই।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.