শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী প্রশান্ত কিশোর আর অভিষেক! একুশের আগে শানালেন বাক্যবাণ
শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার মূল কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রশান্ত কিশোর, তা বুঝিয়ে দিচ্ছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরও তিনি শানিয়ে যাচ্ছেন বাক্যবাণ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সভায় তিনি নাম না করেই তির হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে নিশানা করে।

শুভেন্দুর নিশানায় অভিষেক আর প্রশান্ত কিশোর
শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার আগে সৌগত রায়ের সঙ্গে বৈঠকে জোর দিয়েই বলেছিলেন, যতদিন দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে ছিল, ততদিন কোনও সমস্যা ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর যেভাবে দল চালাচ্ছেন তা মেনে নেওয়া যায় না। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কথা বলতে চান বলেও জানান।

বিজেপিতে যোগ দিয়ে তোলাবাজ ভাইপো হটাও স্লোগান
এরপর শুভেন্দু মানভঞ্জনের চেষ্টাকে বৃথা প্রমাণিত করে বিজেপিতে যোগ দেন। অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে তিনি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাম না করেই তিনি স্লোগান তোলেন, তোলাবাজ ভাইপো হটাও। তাঁর এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ওঠে বিজেপি। শুভেন্দুর মুখেও ভাইপো শব্দে নিশানা অন্য মাত্রা এনে দেয় বিজেপির সভায়।

বিজেপিতে যোগ দেওয়ার একটাই শর্ত, সেখানেও ভাইপো
এরপর পূর্বস্থলীতে প্রথম জনসভাতেই তিনি সেই অভিষেককে নিশানা করেন। ফের আওয়াজ তোলেন ভাইপো শব্দে। শুভেন্দু বলেন, তৃণমূল একচটা কোম্পানি হয়ে গিয়েছে। মাত্র দেড়জন চালাচ্ছে এই দল। যাঁর আত্মসম্মান বলে কিছু আছে, সে এই দলে থাকতে পারে না। আমি এই দলে এসেছিল কেবল একটাই শর্তে। তা হলে ভাইপোর হাত থেকে এই বাংলাকে রক্ষা করতে।

‘তৃণমূল ক্ষমতায় এলে কিডনি পাচার শুরু করবে’
শুভেন্দু বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেষ্টায় গরু পাচার আর কয়লা পাচারটা বন্ধ হয়েছে। এবার তৃণমূল ক্ষমতায় এলে কিডনি পাচার শুরু করবে। এই মর্মেও ভাইপোকে নিশানা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই শুভেন্দুই কদিন আগে বৈঠকে দাঁড়িয়ে বলে গিয়েছিল অভিষেককে নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। এভাবে নিচে নামতে পারল শুভেন্দু, অবাক হচ্ছি!
'আমি পতিব্রতা স্ত্রী, ডিভোর্সের কথা ভাবিই না', সৌমিত্রর ডিভোর্স নোটিস পেয়ে বললেন সুজাতা