স্টাফ রিপোর্টার, হাওড়া : ফের নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুড়ের শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার দেখেন। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর এবং শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার মেরেছিলেন ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়।

 

এদিকে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বেসুরো। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’দফায় কথাও হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া শেষ। এ বার দলের আরও এক বিক্ষুব্ধ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টায় তৃণমূল নেতৃত্ব। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে বৈঠকে ডাকা হয় প্রশান্ত কিশোরকেও। রুদ্ধদ্বার বৈঠক বেশ কয়েক ঘণ্টা ধরেই চলে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

রাজীব–সমস্যার সমাধান সূত্র বের করতে মরিয়া তৃণমূল। কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,‘‘পার্টির মহাসচিব ডেকেছিলেন এসেছি।আগামী দিনের একাধিক রণনীতির বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।কীভাবে আগামী দিনে দল পরিচালনা করা হবে, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।’’ কিন্তু এই বৈঠকে সত্যিই রাগ প্রশমন হয়েছে? তাঁর এই মন্তব্যে সেই প্রশ্নটাই এখন লাখ টাকার!

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন সুমন গাঙ্গুলী।