ভোটে জেতার নীল নকশা অমিত শাহের হাতেই! জানুয়ারিতেই ফের রাজ্য সফর, তারিখ ও কর্মসূচি নিয়ে আলোচনা
পাখির চোখ বাংলার ২০২১-এর বিধানসভা নির্বাচন। এখন থেকে প্রতিমাসেই তিনি এবং জেপি নাড্ডা বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ (amit shah)। বিজেপি (bjp) সূত্রে খবর, বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। তবে এখনও অমিত শাহের কর্মসূচি চূড়ান্ত হয়নি।
তীব্র বাধার মুখে মমতার সৈনিক! বঙ্গধ্বনি প্রচারে বাধা দিল দিল ১৩ শহিদের গ্রাম

কোর কমিটির বৈঠকে অমিত শাহ
অমিত সাহ রাজ্যে এসেছিলেন শুক্রবার গভীর রাতে। এরপর শনিবার মেদিনীপুরে সভা সেরে রাতে তিনি কোর কমিটির বৈঠক করেছিলেন। সেখানে হাজির ছিলেন, দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। সেখানেই তিনি বলেছিলেন, জানুয়ারিতেই ফের রাজ্যে আসবেন। পাশাপাশি রাজ্য নেতাদের বড় দায়িত্বও দিয়েছিলেন। তিনি বলেছিলেন ১৫ জানুয়ারির মধ্যে বুথস্তরের সংগঠন মজবুত করতে হবে। বুথে বুথে যাতে কমিটি তৈরি করার কাজ শেষ করা হয়, তার জন্যও নির্দেশ দিয়েছিলেন তিনি। কীভাবে সেই কাজ করতে হবে, তাও বলেছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, ভোটার তালিকা স্ক্রটিনি করতে কর্মীদের সাধারণ মানুষের বাড়িতে যেতে হবে। এছাড়াও প্রতি বুথে পাঁচটি করে দেওয়াল লিখতে হবে বলেও জানিয়েছিলেন তিনি।

১২ জানুয়ারি আসতে পারেন অমিত শাহ
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী। সেইদিনই ফের রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ওইদিন স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি , হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় যোগ দিতে পারেন তিনি। তবে সভা অন্য জায়গায়ও হতে পারে। সভার স্থান এখনও নির্দিষ্ট হয়নি বলেই জানা গিয়েছে।
দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, ভোট পর্যন্ত প্রত্যেক মাসেই রাজ্যে আসবেন অমিত শাহ, জেপি নাড্ডা। যেমন হয়েছিল নভেম্বর এবং ডিসেম্বরে, জানুয়ারিও তার অন্যথা হবে না। অমিত শাহের পাশাপাশি জেপি নাড্ডাও আসবেন বলে জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীরাও রাজ্যের জন্য সময় ব্যয় করবেন বলে জানিয়েছিলেন তিনি।

ফের বড় যোগদান কর্মসূচি
১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে সভা করেছিলেন অমিত শাহ। সেখানে বিজেপির বড় প্রাপ্তি শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিভিন্ন জেলায় ৮০ জনেরও বেশি নেতা ও নেত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। এমনই বড় এক যোগদান মেলা হতে পারে অমিত শাহের পরবর্তী রাজ্য সফরেও।

উত্তর প্রদেশেও মাটি কামড়ে পড়েছিলেন
বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকার সময়ে উত্তর প্রদেশের সংগঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অমিত শাহ। মাটি কামড়ে পড়ে থেকে সংগঠনকে মজবুত করেছিলে। সেটা তিনি করার চেষ্টা করছেন এই বাংলাতেও। একইসঙ্গে তামিলনাড়ু এবং বাংলায় ভোট হলেও, বাংলাকেই বেছে নিয়েছে বিজেপি। ক্ষমতায় আসতে ২০০-র বেশি আসনের টার্গেটও বেঁধে দিয়েছেন অমিত শাহ।