• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অমিত শাহের পরই রাজ্যে মোদী! বিজেপির অন্দরমহলে কোন তথ্য

  • |

দিলীপ ঘোষ আগেই জানান দিয়েছিলেন যে এবার থেকে রাজ্যে ঘনঘন আসবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এরপর সদ্য জেপি নাড্ডার সভার পর রাজ্যে এসেছেন অমিত শাহ। ২০২১ সালে ফের অমিতের সভার পর রাজ্যে আসবেন মোদী।

রাজীবের এলাকায় শাহ

রাজীবের এলাকায় শাহ

আগামী ২০২১ জানুয়ারিতে রাজ্যে আসছেন অমিত শাহ। সেই সময় তিনি হাওড়ার ডোমজুড়ে সভা করবেন বলে খবর। এদিকে, হাওড়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত তুঙ্গে । এই হাওড়াই বিক্ষুব্ধ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড়। এমন এক পরিস্থিতিতে অমিত শাহের সভা ঘিরে পারদ চড়ছে।

 কবে আসছেন শাহ

কবে আসছেন শাহ

জানা গিয়েছে বিবেকানন্দের জন্মবার্ষিকী ১২ জানুয়ারি রাজ্যে শাহ আসছেন। সেদিন যুব বিজেপির নেতৃত্বে একটি কর্মসূচি রয়েছে । আর তাকে সঙ্গে নিয়েই অমিত শাহের এক সফর। তিনি ১৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যে থাকছেন।

শাহের পরই রাজ্যে মোদী

শাহের পরই রাজ্যে মোদী

জানা গিয়েছে জানুয়ারি মাসে রাজ্যে অমিত শাহের পরই আসতে চলেছেন মোদী। তবে নরেন্দ্র মোদী আসছেন ফেব্রুয়ারিতে। এর আগে ২৪ ডিসেম্বর বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসার কথা ছিল মোদীর। তবে তা পাল্টে গিয়ে সেই দিন ভার্চুয়াল অনুষ্ঠানে মোদী যোগ দেবেন।

English summary
Narendra Modi may come to West Bengal for Poll campaign in February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X