আইএসএলে মুখোমুখি জামশেদপুর ও গোয়া, পরিসংখ্যানে কোন দলের পাল্লা ভারী?
বুধবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া। ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে কোন দলের পাল্লা ভারী, তাও দেখে নেওয়া যাক।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
এখনও পর্যন্ত আইএসএলে ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে এফসি গোয়া। দুই বার জিতেছে জামশেদপুর এফসি। দুই দলের মধ্যে মাত্র একটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই ম্যাচের ফল
আইএসএলের ২০১৯-২০২০ মরসুমে লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম সাক্ষাতে এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়েছিল জামশেদপুর এফসি। ফিরতি ম্যাচে জামশেদপুরকে ৫-০ গোলে হারিয়ে মধুর বদলা নিয়েছিল গোয়া।

লিগ তালিকায় স্থান
চলতি আইএসএলে এখনও পর্যন্ত বেশ ভালই ছন্দে রয়েছে জামশেদপুর এফসি। সাত ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। বুধবারের ম্যাচ জিতলে প্রথম চারে প্রবেশ করার সুযোগ থাকবে জামশেদপুরের কাছে। অন্যদিকে সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে এফসি গোয়া।

সর্বোচ্চ গোলদাতা
পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল এসেছে এফসি গোয়ার স্ট্রাইকার ইগর আনগুলোর বুট থেকে। সম পরিমাণ গোল করেছেন জামশেদপুর এফসি-র নেরিজাস ভালসকিসও।

পাল্লা ভারী কোন দলের
চলতি আইএসএলে পারফরম্যান্সের নিরিখে এফসি গোয়া এবং জামশেদপুর এফসি যে মোটামুটি একই জায়গায় অবস্থান করছে, তা অনায়াসে বলা যায়। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।