For Quick Alerts
For Daily Alerts
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, একুশের আগে শুভেন্দুর যোগদানেও তরজা অব্যাহত
বাংলায় একুশের নির্বাচন দুয়ারে পৌঁছে গিয়েছে। সাজে সাজো রব তৃণমূল-বিজেপিসহ সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী খোঁজা নিয়েও বিরোধী দলগুলিতে দড়ি টানাটানি শুরু হয়েছে। বিশেষ করে বিজেপিতে মমতার বিকল্প মুখ খুঁজতে গিয়ে হিমশিম অবস্থা। শুভেন্দু অধিকারীর যোগদানের পরও বিতর্ক অব্যাহত থেকেছে গেরুয়া শিবিরে।
{photo-feature}
এবার মমতার পাশে 'আসল' চাণক্য! অমিত শাহকে টেক্কা দিতে বঙ্গ সফরে স্ট্রংম্যান