• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সেলেব বলে নো ছাড়! রায়নার গ্রেফতারে, 'পার্টি(নেহি) চলেগি টিল সিক্স ইন দ্য মর্নিং' বার্তা পুলিশের

  • |

করোনাবিধি না মেনে পার্টি করার গ্রেফতার ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। ক্রিসমাস ও নতুন বছরের সময় করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের বিভিন্ন শহরে এখন নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই সোমবার গভীর রাত পর্যন্ত মুম্বই বিমান বন্দর সংলগ্ন, ড্র্যাগনফ্লাই ক্লাবে পার্টি করেন রায়না।

কোভিড বিধি ভাঙায় ৩৪ জন গ্রেফতার

কোভিড বিধি ভাঙায় ৩৪ জন গ্রেফতার

এরপরই পুলিশ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা ক্রিকেটারকে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগে গ্রেফতার করে। শুধু রায়না নয় জনপ্রিয় গায়ক গুরু রন্ধধাওয়াও গ্রেফতার হন। সব মিলিয়ে পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করে। রায়নাকে পরে জামিনে ছাড়া হয়েছে।

সেলিব্রিটিদের নো ছাড়!

সেলিব্রিটিদের নো ছাড়!

করোনাবিধি ভাঙলে সেলিব্রিটিরাও যে ছাড় পাবেন না, রায়নাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ সেই বার্তাই দিয়েছে। সেই সঙ্গে এবার টুইটেও এই বার্তা প্রচার করল মুম্বই পুলিশ।

পার্টি করা নিয়ে কড়া টুইট

পার্টি করা নিয়ে কড়া টুইট

রায়নার জামিনের পরই মুম্বই পুলিশের পক্ষ থেকে করোনায় মাঝে নাইট কার্ফু ভঙ্গ করে পার্টি করা নিয়ে কটাক্ষ টুইট পোস্ট করা হয়েছে। সেই পোস্টে মুম্বই পুলিশের পক্ষে হিট গানের লাইন থেকে ধার করে লেখা হয়েছে, 'পার্টি(নেহি) চলেগি টিল সিক্স ইন দ্য মর্নিং।'

রাত ১১ টা থেকে ৬টা পর্যন্ত ১৫ দিনের কার্ফু

রাত ১১ টা থেকে ৬টা পর্যন্ত ১৫ দিনের কার্ফু

এই টুইটের মধ্য দিয়েই মুম্বই পুলিশ,২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, এই ১৫ দিন রাত ১১ টা থেকে ৬টা পর্যন্ত নাইট কার্ফু আরও কড়া হবে বলে বার্তা দিয়ে রাখল।

২০২০-তে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা থেকে বুন্দেসলিগা জয়ীদের তালিকা এক নজরে

English summary
Suresh Raina Arrest: Mumbai Police's Tweet Party (Nahin) Chalegi Till Six In The Morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X