• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অধিকারী পরিবারের বাকি সদস্যরা কোন দিকে, খাসতালুকে ঢুকে টোপ ফেলল তৃণমূল

শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখনও মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ছিলেন না শিশির অধিকারী। এবার পুত্র শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর কাঁথিতে প্রথম জনসভা করছে তৃণমূল, সেই সভাতেও থাকছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী।

শিশির অধিকারীকে আমন্ত্রণ জানাল তৃণমূল

শিশির অধিকারীকে আমন্ত্রণ জানাল তৃণমূল

শুভেন্দুর বিজেপিতে যাওয়ার পর অধিকারী পরিবারের বাকি সদস্যদের গতিবিধি বুঝতেই তৃণমূল এই সভার আয়োজন করেছে বলে মনে করছে রাজনৈনিক মহলের একাংশ। কোন সদস্য কোনদিকে ঝুঁকে তা বুঝে নেওয়াই তৃণমূলের উদ্দেশ্য। সেইমতো বুধবার কাঁথির সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ জানায় তৃণমূল।

শুভেন্দুর পর শিশির-দিব্যেন্দু-সৌম্যেন্দু কী করেন

শুভেন্দুর পর শিশির-দিব্যেন্দু-সৌম্যেন্দু কী করেন

তৃণমূলের আমন্ত্রণ পাওয়ার পর শিশির অধিকারী জানিয়ে দিয়েছেন, তিনি অসুস্থ তাই সভায় উপস্থিত থাকতে পারবেন না। তাঁর এই অনুপস্থিতি নিয়ে জল্পনা চরমে উঠেছে। শুভেন্দু অধিকারী অরাজনৈতিক সভা করার পর থেকেই জল্পনা তৈরি হয় অধিকারী পরিবারের বাকি সদস্যদের নিয়ে। এখন শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর শিশির-দিব্যেন্দু-সৌম্যেন্দু কী করেন, তা-ই দেখার।

শিশির আসছেন না, বাকি দু-জন স্পিকটি নট

শিশির আসছেন না, বাকি দু-জন স্পিকটি নট

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর শিশির-দিব্যেন্দু-সৌম্যেন্দুর কোনও বক্তব্য সে অর্থে পাওয়া যায়নি। মাজে শুধু একদিন দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন তাঁকে পাগলা ষাঁড়ে তাড়া করেনি, তিনি বিজেপিতে যাচ্ছেন না, থাকছেন তৃণমূলেই। কিন্তু বাকি দু-জন স্পিকটি নট। এখন শিশিরবাবু কাঁথির সভাতেও থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন।

শিশিরকে আমন্ত্রণ, দিব্যেন্দু-সৌম্যন্দু আমন্ত্রিত নন

শিশিরকে আমন্ত্রণ, দিব্যেন্দু-সৌম্যন্দু আমন্ত্রিত নন

কাঁথিতে তৃণমূলের সভায় উপস্থিত থাকছেন সাংসদ সৌগত রায় এবং পুরনগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানোর পর তিনি জানিয়েছেন, আমার শরীর ভালো নেই। গত ১৭-১৮ দিন আমি এক পা-ও হাঁটতে পারিনি। দু-মিনিটের জন্য পা মাটিতে রাখতে পারছি না। চিকিৎসকরাও বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। শিশিরকে আমন্ত্রণ জানানো হলেও দিব্যেন্দু ও সৌম্যন্দুকে অবশ্য জানানো হয়নি।

বিজেপির আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূল, প্রথম সভাতেই তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরালেন শুভেন্দু

English summary
TMC invites Sisir Adhikari to be present in Kantai rally after Suvendu Adhikari’s joining in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X