আইএসএল ২০২০-২১ : লড়েও জয় অধরাই ওড়িশার, নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের ফল ২-২
সপ্তম ম্যাচেও জয় হাসিল হল না ওড়িশা এফসি-র। চেষ্টা করেও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল কলিঙ্গ ওয়ারিয়র্সদের। ২-২ ফলে শেষ হয় খেলা। সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে নর্খইস্ট ইউনাইটেড।


এই ম্যাচের আগে পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি ওড়িশা এফসি। ছয় ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে দিয়েগো মাউরিসিও-রা। তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপায় ওড়িশা এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ব্ল্যাক আর্মিরা। পাল্টা আক্রমণে উঠে বেশ কয়েকবার ওড়িশা এফসি-কে সমস্যায় ফেলে নর্থইস্ট ইউনাইটেড।
ম্যাচের প্রথম ২৫ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের গোলমুখে আক্রমণের ঝড় তুলে দেয় ওড়িশা এফসি। ব্যতিবস্ত হয়ে পড়ে অভিনেতা জন আব্রাহামের দলের রক্ষণভাগ। ২২ মিনিটে ওড়িশা এফসি-র ফুটবলাররা দুর্দান্ত একটি আক্রমণ গড়ে তোলেন। ফাঁকায় বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে চকিত শট মারেন দিয়েগো মাউরিসিও। বল ঠেকাতে পারেননি নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত সিং। যদিও সেই গোল প্রথমে অফ সাইড ঘোষণা করে বাতিল করে দেন লাইন্স ম্যান। সেই সিদ্ধান্ত নাকচ করে গোল স্টে করান রেফারি।
এরপরেই খেলায় ভোলবদল ঘটে যায়। পরপর আক্রমণে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেয় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে তার ফল পায় অভিনেতা জন আব্রাহামের দল। অতিরিক্ত সময়ে হেডে গোল দিয়ে ম্যাচে সমতা ফেরান বেঞ্জামিন ল্যামবট। প্রথমার্ধে ১-১ ফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ওড়িশা এফসি। প্রতি আক্রমণে উঠতে থাকেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররাও। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় অভিনেতা জন আব্রাহামের দল। স্পট কিক থেকে গোল দিতে ভুল করেননি নর্থইস্টের বিদেশি স্ট্রাইকার কোয়েসি আপিয়া। তাতে ওড়িশা এফসি-র আক্রমণে কোনও ঘাটতি চোখে পড়েনি। উল্টে আক্রমণে লোক বাড়িয়ে দেওয়া। ৬৭ মিনিটে কোল আলেকজান্ডারের বাঁক খাওয়া শট নর্থইস্টের গোলে ঢোকে।