• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেন মেলবোর্নের ব্যাটিং ত্রাস স্টিভ স্মিথ, ভারতকে ভাবাচ্ছে এই পরিসংখ্যান

  • |

অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটে লজ্জার ব্যাটিং বিপর্যয়ের পর টেস্টে সিরিজে ০-১ পিছিয়ে মেলবোর্নের এবার ফাইট ব্যাকের লড়াই ভারতের। শেষবার অজি সফরে বক্সিং ডে টেস্ট জিতেই সিরিজে ২-১ লিড নিয়েছিল কোহলির ভারত। রাহানের ভারতের সামনে মেলবোর্নে এবার সিরিজে প্রত্যাবর্তন করে সমতা ফেরানোর লড়াই। আর এই লড়াইয়ে বিপক্ষ দলে থাকা টেস্টের এক নম্বর ব্যাটসম্যানের পরিসংখ্যান ভারতীয় দলকে চিন্তায় রাখছে।

স্মিথের ব্যাটিং পরিসংখ্যান

স্মিথের ব্যাটিং পরিসংখ্যান

অ্যাডিলেডের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্মিথ বড় রান পাননি। ফলে মেলবোর্নে পুষিয়ে নিতে চাইবেন স্মিথ। আর সেখানেই মেলবোর্নে স্মিথের ঈর্ষণীয় ব্যাটিং পরিসংখ্যান প্রতিপক্ষকে চাপে রাখছে।

টেস্টে স্মিথের ব্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি মেলবোর্নে

টেস্টে স্মিথের ব্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি মেলবোর্নে

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত স্টিভ স্মিথ ২৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি এসেছে মেলবোর্নে। বিশ্বের বিভিন্ন মাঠে ব্যাটিং করলেও টেস্টে মেলবোর্নেই স্মিথের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

মেলবোর্নে স্মিথ কটি টেস্ট খেলেছেন

মেলবোর্নে স্মিথ কটি টেস্ট খেলেছেন

মেলবোর্নে স্মিথ এখনও পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। ২০১০ সালে ইংল্যান্ড, ২০১৩ সালে ইংল্যান্ড, ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬ সালে পাকিস্তান, ২০১৭ সালে ফের ইংল্যান্ড, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছেন স্মিথ।

মেলবোর্নে স্মিথের ব্যাটে কটি সেঞ্চুরি

মেলবোর্নে স্মিথের ব্যাটে কটি সেঞ্চুরি

মেলবোর্নে স্মিথের ব্যাটে চারটি সেঞ্চুরি রয়েছে। ভারতের বিরুদ্ধে ১৯২, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৪*, পাকিস্তানের বিরুদ্ধে ১৬৫*, ইংল্যান্ডের বিরুদ্ধে ১০২* হাঁকান স্মিথ।

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রহ

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রহ

মেলবোর্নের মাঠে স্মিথের সর্বোচ্চ ১৯২ রান ভারতের বিরুদ্ধে এসেছে। সব মিলিয়ে মেলবোর্নের মাঠে স্মিথ ১২ ইনিংস ব্যাট করে ৯০৮ রান হাঁকিয়েছেন।

বন্ধুকে বাঁচিয়েও গ্রেট ওয়ার্নের কাছে পরাজিত হলেন স্যার ব্র্যাডম্যান!

English summary
Ind vs Aus Boxing Day Test: Steve Smith hit most of his test century in Melbourne
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X